আজ মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ ইং  , ৩ বৈশাখ ১৪৩১ বঃ , ২৬ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ
এ কেমন !

এ কেমন পথ চলা
কেবলি মিথ্যে বলা
ভাবি শুধু উঁচু তলা ।

 

এ কেমন সমাজ ভাই
সত্যের বালাই নাই
যতো পাই ততো চাই ।

 

এ কেমন যুগ এলো
স্বার্থে সব ডুবে গেল
অর্থের নেশায় পেলো ।

 

এই হলো কলি কাল
মোবাইলে মারে চাল
কূট প্রতারনার জাল ।

 

এ কেমন পরিবেশ
সম্প্রীতির নাই লেশ
হিংসা আর বিদ্বেষ ।

 

আগের মতো হয় না আর
গভীর প্রেম মমতার
অকৃত্রিম ভালবাসার ।

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১২০০ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
শিশুদের প্রতি নির্মমতা

শিশুদের আজ স্বাস্থ্যটা হীন
আনন্দ নেই মনে
দিন-রাত শুধু বেঁধে রাখে তাদের
টিউশনি ঘরের কোনে।
দিনভর তারা স্কুলে থাকে
রাতে কোচিং সেন্টারে
প্রতিদিন তারা হিমশিম খায়
এত লেখা-পড়ার  ভারে।
ইয়া বড় ব্যাগ ঝুলানো থাকে
পীঠের পেছনে তার
একই সাথে হাতে বয়ে নেয়
খাবার টিফিন কেয়ার।
এত সব চাপে শিশুদের আজ
দৈহিক বৃদ্ধি কম
শরীরটা তাদের একেবারে ক্ষীণ
মনে নেই উদ্যম।
কেবলি তাদের পড়া আর লেখা
নেই কোন বিনোদন
নেই কোন গান ক্রীড়া-কৌতুক
বইপোকা সারাক্ষণ।
ভাল ফলাফল ভাল জিপিএ
এই হল….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১০৯৩ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
নিষিদ্ধ শিশু শ্রমে

ফুটফুটে চেহারার বয়সটা চৌদ্দ
শ্রম ঢালে ওয়ার্কশপে কাজ করে শুদ্ধ।
মাপ-জোক ঠিকঠাক লোহা কাটে মেশিনে
অবিকল ছাঁচে ঢালা মেইড ইন চীনে।
অথবা জাপানের কলে কলে গড়া
অনায়াসে গড়ে দেবে কাঁচা হাতে ধরা।
টয়োটা-টাটার যত নাট আর স্ক্র
সেম সেম মিলে যাবে বেঁকে যাবে ভ্রু।
লেখা-পড়া জানেনাতো তবু এরা কারিগর
ওয়ার্কশপে কাজ করে শ্রম দেয় রাত ভর।
বয়সটা ইস্কুলের ড্রেস তার শ্রমিকের
মবেলেতে লেপটানো রেস্ট নেই ক্ষণিকের।
বিদ্যুতে চলে লেদ গতি….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১৪৬২ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
ছিলে কোথায়, যাবে কই?

ছিলে তুমি কোথায়, আবার এলে বা তুমি কই?
একবারও কি ভেবেছ তুমি, যাবে আবার কই ?
এমন অনেক নির্বোধ আছে প্রণেতা চিনেনা,
সৃষ্টিকর্তাকে সে দেখেনাই বলে, সৃষ্টিকর্তাকে মানেনা।
এমন সকল বোকার কাছে প্রশ্ন রাখব আমি,
যাকে পিতা বল, তাকে কেমনে চিন তুমি?
তুমি কি কভু জন্ম হতে দেখেছ নিজেকে?
তবে কেন বিশ্বাস করো তোমার পিতাকে?
প্রণেতা তত্ত্ব, চির সত্য এই বিশ্বাস ঘিরে,
যেথায় হতে এসেছ তুমি, সেথায় যাবে ফিরে।
সৃষ্টিকর্তার….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১২০৭ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.219.22.169
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter