Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
সাবাস ইমরান সাবাস
তোমার স্পর্শে জন্ম নিয়েছে সুবাসিত গোলাপ।
সবাই যখন ভীত-সন্ত্রস্ত, নির্বাক-নিশ্চল দিশেহারা
ক্ষত-বিক্ষত, রক্তাক্ত, রক্ত জবার মতই মুমূর্ষ
খাদিজাকে বাঁচাতে তোমার দৃঢ়তা জাতির গর্ব।
স্বর্গ থেকে নেমে আসা দূত কি না জানিনা,
জানি তোমার স্পর্শে রক্ত জবার পাঁপড়ি,
দল গুলো রুপ নিয়েছে গোলাপে।
খাদিজার ফিরে পাওয়া শ্বাস-প্রশ্বাস সুবাস ছড়িয়ে
সুবাসিত করেছে তোমাকে আমাকে সবাইকে।
দূষণ-নষ্টামি, উৎকট প্রেম, বিভৎস, ভ্রষ্টাদের মুখে
ছুঁড়ে দিয়েছ চপেটাঘাত।
জাতি আজ কম্পমান কম্পিত শঙ্কিত
শিক্ষাঙ্গন,….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
আকাশ যখন বিদীর্ণ হবে মানবে রবের হুকুম,
জমীন হবে প্রসারিত (রাত্রি আঁধার নিঝুম)।
যা কিছু আছে ভিতরে তাহার করবে উদগীরণ,
শূণ্যগর্ভ হয়ে করবে রবের আদেশ পালন।
হে মানুষ ! তুমি অনেক কঠোর পরিশ্রম করে,
ছুটে চলেছ প্রভূর পানে সাক্ষাৎ লাভ তরে।
ডানহাতে যে পাবে হিসাবের খাতা কত যে খুশি হবে,
সহজ হিসাব প্রদান করে সাথীদের কাছে যাবে।
বাম হাত দিয়ে আমলনামা নিতে চাইবেনা তারা,
দুনিয়ার জীবন হাসি-তামাসায় যাপন….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
ছুটি হলে রোজ ভাসাই জলে
কাগজ-নৌকাখানি।
লিখে রাখি তাতে আপনার নাম,
লিখি আমাদের বাড়ি কোন গ্রাম
বড়ো বড়ো ক’রে মোটা অক্ষরে
যতনে লাইন টানি।
যদি সে নৌকা আর-কোনো দেশে
আর-কারো হাতে পড়ে গিয়ে শেষে
আমার লিখন পড়িয়া তখন
বুঝিবে সে অনুমানি
কার কাছ হতে ভেসে এল স্রোতে
কাগজ-নৌকাখানি ।।
আমার নৌকা সাজাই যতনে
শিউলি বকুলে ভরি।
বাড়ির বাগানে গাছের তলায়
ছেয়ে থাকে ফুল সকাল বেলায়,
শিশিরের জল করে ঝলমল্
প্রভাতের আলো পড়ি।
সেই কুসুমের অতি ছোটো বোঝা
কোন্….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার–
কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলন কথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে
কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।
আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতে
অনাদি কালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
জাগো সম্ভাবনায় – জাগো কবিতায়
যুগে যুগে আন্দোলনে কে শুধু মার খায়
কে থাকে মিছিলের আগে আরামে কে ঘুমায়
রাজায় রাজায় যুদ্ধ হলে নলখাগড়ার প্রাণ যায়।
জাগো সম্ভাবনায় – জাগো কবিতায়
নির্বাচন-গণতন্ত্রের নামে কে শুধু খেলায়
দলবাজির প্রসার ঘটে – নেতারা আগায়
দেশ ও জাতির অগ্রগতি বার বার বাধা পায়।
জাগো সম্ভাবনায় – জাগো কবিতায়
দেশের মানুষ কত আন্দোলন-সংগ্রাম করলো হায়
শত আঘাত আর হোচট খেয়েও থাকে প্রত্যাশায়
বিনিময়ে….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
সমাজে কী দেখছি আজ সুস্থ লক্ষণ নয়
এটাতো নয় রুচিশীল যেন দুঃসময়।
সমাজে কী ঘটছে আজ অবাক ব্যাপার
ধর্মহীন অনৈতিক যতো কারবার।
পিতা মারে সন্তানেরে শিশু মারে মায়ে
সন্তানও হত্যা করে পিতাকে কোপায়ে।
আত্মহত্যা গেল বেড়ে খেয়ে গ্যাস বড়ি
কত রকম মৃত্যু চর্চা গলায় দিয়ে দড়ি।
এত বেশী মসজিদ গ্রামে গ্রামে দেখি
তার অধিক কুফরী আর শুধু মোনাফেকী।
নষ্টামিটা চরমে আজ নির্লজ্জ চলা
দুষ্ট লোকের দাপট বেশী বড়….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
বার বার ঈদ আসে
বার বার যায়
সে মহান বাণীতে তবু
কেউ না পাল্টায়।
ঈদের প্রকৃত ত্যাগ
নয় পশু প্রাণী
অন্তর্নিহিত অর্থ
সবাই মোরা জানি।
সে ইন্দ্রিয় উৎসর্গ
দেখি নাতো আর
এখন লক্ষ্যটা হলো
কেবলি খাবার।
শুধুই ভোগের উৎসব
বিনোদনের মেলা
চ্যানেলে কত যে পর্ব
গান-নাটক-খেলা।
ভেতরের পশু তো কভূ
না হয় কোরবান
তাই দেশে অশান্তির
আগুন লেলিহান !
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
সব খানেই যে দল ঢুকেছে
নল চালায় রাজনীতি
সব কিছুতেই চামচাগীরি
দলের গান আর গীতি।
সব খানেই নোংড়া দালালী
দলের লোকেরা বসে
সব জায়গাতেই পয়সা কামাই
পাবলিকের মাল চষে।
সকল ক্ষেত্রেই কাকা-মামা ছাড়া
হয় না কোন কাজ
সব জায়গাতেই নেতাদের লোক
দলের ফন্দিবাজ।
সব স্থানেই তো গন্ধ পাবে
কোন না কোন দল
সর্বত্রই মিথ্যাচার আর
অসৎ লোকের ছল।
সব কিছুতেই দলীয়করণ
দলের সংক্রমন
দলবাজী তো চলতেই থাকবে
যদিও হয় মরণ।
অর্থ-স্বার্থ-গাড়ী-বাড়ী আজ
দলের সুবাদেই হয়
যারা করে দলের সেবা ও যত্ন
তাদেরই….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
ফিলিস্তানের শিশুরা যখন কাঁদে অত্যাচারে,
কান্না দেখে অশ্রু আমার অঝোর ধারায় ঝরে।
অবুঝ শিশুর চিৎকার শুনে গলেনা যার মন,
কে বলে মানুষ তারে নির্বোধ সেই জন।
নিষ্পাপ শিশুর ওপর যারা করছে অত্যাচার,
যে তাঁদের মানুষ বলে সেও জানোয়ার।
মানুষ করতে পারেনা আর আরেক মানুষ খুন?
গর্ভে থাকতে ওরা ছিল হিংস্র পশুর ভ্রূণ।
হয়তো আমি মানুষ হতে পারিনি
তবে মানব গর্ভের আমি এক প্রাণী।
নিপীড়নে কভু আমি হারিনি
তবে আমারও যে….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
মনটা যদি হতো আমার পূবালী হিল্লোল,
হতাম যদি কভু আমি গন্ধে ভরা ফুল,
সুবাসে জড়িয়ে থাকতাম নবীজীর রওজায়,
যেথায় আমার প্রিয় নবী এখনো ঘুমায়।
মনটা আমার মাতাল সর্বক্ষণ,
ওগো নবী(সঃ), কেমনে পাব তোমার দর্শন?
তোমার তরে, মনটা ছুটে যায়রে মদিনায়,
যেথায় আমার প্রিয় নবী এখনো ঘুমায়।
তোমারে পাবার আশায়,
বেলা আমার যায়রে বয়ে যায়,
দয়া করে এসো আমার মনের আঙ্গিনায়,
যেথায় আমার প্রিয় নবী এখনো ঘুমায়।
হতে যদি পারতাম কভু, আমি….বিস্তারিত পড়ুন