আইলো নব বার্তা নিয়ে আসমানের ঐ চান,
শরীর আমার নেচে উঠে উতলা হয় প্রাণ।
হিংসা ভুলো বিদ্বেষ ভুলো, ভুলো অভিমান,
ঈদের আনন্দ বানে ভাসাও তোমার প্রাণ।
ঈদানন্দের ছন্দে সবাই গাই সাম্যের গান,
আশার আলো জ্বেলে করি হতাশার অবসান।
প্রতিবেশীর খবর নিয়ো, জেনো তার অবস্থান,
অনাহারী থাকলে তাদের অন্ন কইরো দান।
পড়শি যদি কাটায় নিশি, অনাহারে দিনমান,
উল্লাস-আনন্দ তোমার হবেই একদিন ম্লান।
খুশীর বানে ঢেউ তুলেছে ঈদের ঐ ময়দান,
সবে মিলে….বিস্তারিত পড়ুন
বিভাগ : কবিতা |
এই পোষ্টটি ১০৪৯ বার পড়া হয়েছে
| ২৪৫৩;২৫০৩;২৪৯৪;২৪৭২; ২৪৭৮;২৪৭২;২৫০৯;২৪৬৮;২৪৭৬;২৫০৯;২৪৭৯; ২৪৭২;২৫০৩;২৪৩৯;