সাবাস ইমরান সাবাস
তোমার স্পর্শে জন্ম নিয়েছে সুবাসিত গোলাপ।
সবাই যখন ভীত-সন্ত্রস্ত, নির্বাক-নিশ্চল দিশেহারা
ক্ষত-বিক্ষত, রক্তাক্ত, রক্ত জবার মতই মুমূর্ষ
খাদিজাকে বাঁচাতে তোমার দৃঢ়তা জাতির গর্ব।
স্বর্গ থেকে নেমে আসা দূত কি না জানিনা,
জানি তোমার স্পর্শে রক্ত জবার পাঁপড়ি,
দল গুলো রুপ নিয়েছে গোলাপে।
খাদিজার ফিরে পাওয়া শ্বাস-প্রশ্বাস সুবাস ছড়িয়ে
সুবাসিত করেছে তোমাকে আমাকে সবাইকে।
দূষণ-নষ্টামি, উৎকট প্রেম, বিভৎস, ভ্রষ্টাদের মুখে
ছুঁড়ে দিয়েছ চপেটাঘাত।
জাতি আজ কম্পমান কম্পিত শঙ্কিত
শিক্ষাঙ্গন,….বিস্তারিত পড়ুন
বিভাগ : কবিতা |
এই পোষ্টটি ১১৩৩ বার পড়া হয়েছে
| কোন মন্তব্য নেই