মনটা যদি হতো আমার পূবালী হিল্লোল,
হতাম যদি কভু আমি গন্ধে ভরা ফুল,
সুবাসে জড়িয়ে থাকতাম নবীজীর রওজায়,
যেথায় আমার প্রিয় নবী এখনো ঘুমায়।
মনটা আমার মাতাল সর্বক্ষণ,
ওগো নবী(সঃ), কেমনে পাব তোমার দর্শন?
তোমার তরে, মনটা ছুটে যায়রে মদিনায়,
যেথায় আমার প্রিয় নবী এখনো ঘুমায়।
তোমারে পাবার আশায়,
বেলা আমার যায়রে বয়ে যায়,
দয়া করে এসো আমার মনের আঙ্গিনায়,
যেথায় আমার প্রিয় নবী এখনো ঘুমায়।
হতে যদি পারতাম কভু, আমি….বিস্তারিত পড়ুন
বিভাগ : কবিতা |
এই পোষ্টটি ১২৮৭ বার পড়া হয়েছে
| কোন মন্তব্য নেই