আজ শনিবার , ২০ এপ্রিল ২০২৪ ইং  , ৭ বৈশাখ ১৪৩১ বঃ , ৩০ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ
ফুটে উঠুক সুবাসিত গোলাপ

সাবাস ইমরান সাবাস
তোমার স্পর্শে জন্ম নিয়েছে সুবাসিত গোলাপ।
সবাই যখন ভীত-সন্ত্রস্ত, নির্বাক-নিশ্চল দিশেহারা
ক্ষত-বিক্ষত, রক্তাক্ত, রক্ত জবার মতই মুমূর্ষ
খাদিজাকে বাঁচাতে তোমার দৃঢ়তা জাতির গর্ব।
স্বর্গ থেকে নেমে আসা দূত কি না জানিনা,
জানি তোমার স্পর্শে রক্ত জবার পাঁপড়ি,
দল গুলো রুপ নিয়েছে গোলাপে।
খাদিজার ফিরে পাওয়া শ্বাস-প্রশ্বাস সুবাস ছড়িয়ে
সুবাসিত করেছে তোমাকে আমাকে সবাইকে।
দূষণ-নষ্টামি, উৎকট প্রেম, বিভৎস, ভ্রষ্টাদের মুখে
ছুঁড়ে দিয়েছ চপেটাঘাত।
জাতি আজ কম্পমান কম্পিত শঙ্কিত
শিক্ষাঙ্গন,….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১০৯১ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
আকাশ যখন বিদীর্ণ হবে

আকাশ যখন বিদীর্ণ হবে মানবে রবের হুকুম,
জমীন হবে প্রসারিত (রাত্রি আঁধার নিঝুম)।
যা কিছু আছে ভিতরে তাহার করবে উদগীরণ,
শূণ্যগর্ভ হয়ে করবে রবের আদেশ পালন।
 
হে মানুষ ! তুমি অনেক কঠোর পরিশ্রম করে,
ছুটে চলেছ প্রভূর পানে সাক্ষাৎ লাভ তরে।
ডানহাতে যে পাবে হিসাবের খাতা কত যে খুশি হবে,
সহজ হিসাব প্রদান করে সাথীদের কাছে যাবে।
 
বাম হাত দিয়ে আমলনামা নিতে চাইবেনা তারা,
দুনিয়ার জীবন হাসি-তামাসায় যাপন….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ২৫১৩ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
কাগজের নৌকা

ছুটি হলে রোজ ভাসাই জলে
কাগজ-নৌকাখানি।
লিখে রাখি তাতে আপনার নাম,
লিখি আমাদের বাড়ি কোন গ্রাম
বড়ো বড়ো ক’রে মোটা অক্ষরে
যতনে লাইন টানি।
যদি সে নৌকা আর-কোনো দেশে
আর-কারো হাতে পড়ে গিয়ে শেষে
আমার লিখন পড়িয়া তখন
বুঝিবে সে অনুমানি
কার কাছ হতে ভেসে এল স্রোতে
কাগজ-নৌকাখানি ।।
 
আমার নৌকা সাজাই যতনে
শিউলি বকুলে ভরি।
বাড়ির বাগানে গাছের তলায়
ছেয়ে থাকে ফুল সকাল বেলায়,
শিশিরের জল করে ঝলমল্‌
প্রভাতের আলো পড়ি।
সেই কুসুমের অতি ছোটো বোঝা
কোন্‌….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১৩৭৯ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
অনন্ত প্রেম

তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার–
কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
 
যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলন কথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে
কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।
 
আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতে
অনাদি কালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১৪৫৪ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
জাগো কবিতায়

জাগো সম্ভাবনায় – জাগো কবিতায়
যুগে যুগে আন্দোলনে কে শুধু মার খায়
কে থাকে মিছিলের আগে আরামে কে ঘুমায়
রাজায় রাজায় যুদ্ধ হলে নলখাগড়ার প্রাণ যায়।

জাগো সম্ভাবনায় – জাগো কবিতায়
নির্বাচন-গণতন্ত্রের নামে কে শুধু খেলায়
দলবাজির প্রসার ঘটে – নেতারা আগায়
দেশ ও জাতির অগ্রগতি বার বার বাধা পায়।

জাগো সম্ভাবনায় – জাগো কবিতায়
দেশের মানুষ কত আন্দোলন-সংগ্রাম করলো হায়
শত আঘাত আর হোচট খেয়েও থাকে প্রত্যাশায়
বিনিময়ে….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১১৫৬ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
ভেতরের পশু না হয় কোরবান

বার বার ঈদ আসে
বার বার যায়
সে মহান বাণীতে তবু
কেউ না পাল্টায়।
ঈদের প্রকৃত ত্যাগ
নয় পশু প্রাণী
অন্তর্নিহিত অর্থ
সবাই মোরা জানি।
সে ইন্দ্রিয় উৎসর্গ
দেখি নাতো আর
এখন লক্ষ্যটা হলো
কেবলি খাবার।
শুধুই ভোগের উৎসব
বিনোদনের মেলা
চ্যানেলে কত যে পর্ব
গান-নাটক-খেলা।
ভেতরের পশু তো কভূ
না হয় কোরবান
তাই দেশে অশান্তির
আগুন লেলিহান !

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১৩৯৩ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
দলের টিকিট

সব খানেই যে দল ঢুকেছে
নল চালায় রাজনীতি
সব কিছুতেই চামচাগীরি
দলের গান আর গীতি।
সব খানেই নোংড়া দালালী
দলের লোকেরা বসে
সব জায়গাতেই পয়সা কামাই
পাবলিকের মাল চষে।
সকল ক্ষেত্রেই কাকা-মামা ছাড়া
হয় না কোন কাজ
সব জায়গাতেই নেতাদের লোক
দলের ফন্দিবাজ।
সব স্থানেই তো গন্ধ পাবে
কোন না কোন দল
সর্বত্রই মিথ্যাচার আর
অসৎ লোকের ছল।
সব কিছুতেই দলীয়করণ
দলের সংক্রমন
দলবাজী তো চলতেই থাকবে
যদিও হয় মরণ।
অর্থ-স্বার্থ-গাড়ী-বাড়ী আজ
দলের সুবাদেই হয়
যারা করে দলের সেবা ও যত্ন
তাদেরই….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১৩৪৬ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
ইসরাইলের শয়তানেরা সাবধান, হুঁশিয়ার

ফিলিস্তানের শিশুরা যখন কাঁদে অত্যাচারে,
কান্না দেখে অশ্রু আমার অঝোর ধারায় ঝরে।
অবুঝ শিশুর চিৎকার শুনে গলেনা যার মন,
কে বলে মানুষ তারে নির্বোধ সেই জন।

নিষ্পাপ শিশুর ওপর যারা করছে অত্যাচার,
যে তাঁদের মানুষ বলে সেও জানোয়ার।
মানুষ করতে পারেনা আর আরেক মানুষ খুন?
গর্ভে থাকতে ওরা ছিল হিংস্র পশুর ভ্রূণ।

হয়তো আমি মানুষ হতে পারিনি
তবে মানব গর্ভের আমি এক প্রাণী।
নিপীড়নে কভু আমি হারিনি
তবে আমারও যে….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১২০৪ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
শিশুদের প্রতি নির্মমতা

শিশুদের আজ স্বাস্থ্যটা হীন
আনন্দ নেই মনে
দিন-রাত শুধু বেঁধে রাখে তাদের
টিউশনি ঘরের কোনে।
দিনভর তারা স্কুলে থাকে
রাতে কোচিং সেন্টারে
প্রতিদিন তারা হিমশিম খায়
এত লেখা-পড়ার  ভারে।
ইয়া বড় ব্যাগ ঝুলানো থাকে
পীঠের পেছনে তার
একই সাথে হাতে বয়ে নেয়
খাবার টিফিন কেয়ার।
এত সব চাপে শিশুদের আজ
দৈহিক বৃদ্ধি কম
শরীরটা তাদের একেবারে ক্ষীণ
মনে নেই উদ্যম।
কেবলি তাদের পড়া আর লেখা
নেই কোন বিনোদন
নেই কোন গান ক্রীড়া-কৌতুক
বইপোকা সারাক্ষণ।
ভাল ফলাফল ভাল জিপিএ
এই হল….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১০৯৫ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
নিষিদ্ধ শিশু শ্রমে

ফুটফুটে চেহারার বয়সটা চৌদ্দ
শ্রম ঢালে ওয়ার্কশপে কাজ করে শুদ্ধ।
মাপ-জোক ঠিকঠাক লোহা কাটে মেশিনে
অবিকল ছাঁচে ঢালা মেইড ইন চীনে।
অথবা জাপানের কলে কলে গড়া
অনায়াসে গড়ে দেবে কাঁচা হাতে ধরা।
টয়োটা-টাটার যত নাট আর স্ক্র
সেম সেম মিলে যাবে বেঁকে যাবে ভ্রু।
লেখা-পড়া জানেনাতো তবু এরা কারিগর
ওয়ার্কশপে কাজ করে শ্রম দেয় রাত ভর।
বয়সটা ইস্কুলের ড্রেস তার শ্রমিকের
মবেলেতে লেপটানো রেস্ট নেই ক্ষণিকের।
বিদ্যুতে চলে লেদ গতি….বিস্তারিত পড়ুন

বিভাগ : কবিতা  |  এই পোষ্টটি ১৪৬২ বার পড়া হয়েছে  |  কোন মন্তব্য নেই
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.117.196.217
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter