লেটেস্ট ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফুল ভার্সন ডাউনলোড করুন । Internet Download Manager ( IDM ) 6.20
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন । আমিও আল্লাহ রহমতে ভাল আছি । আজ আপনাদের সামনে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার Internet Download Manager ( IDM ) 6.20 উপস্থাপন করলাম। সফটওয়্যারটির ভার্সন সবচেয়ে লেটেস্ট। রিলিজ তারিখ ১৮ই জুন ২০১৪। নতুন এই ভার্সনটি ফায়ারফক্স ৩০ সাপোর্টেবল। সফটওয়্যারটি ডাউনলোডের পর ইনস্টল দিতে ২ মিনিটের বেশি সময় লাগে না।
আসুন দেখি কিভাবে ডাউনলোড করে ইন্সট্রল করবেন ।
১. প্রথমে নিচ থেকে ডাউনলোড করে নিন ।
ডাউনলোড করার পর জিপ ফাইলকে আনজিপ করুন । ফোল্ডারে দেখবেন দুটি ফাইল আছে । একটি Internet Download Manager 6.20 Build 5 + Pacth (Mbd24.com).exe এই নামে এবং আরেকটি Internet Download Manager Pacth(Mbd24.com).exe এই নামে ।
আপনার পিসিতে Internet Download Manager পুরাতন ভার্সনটি আগে আনইন্সট্রল করুন । প্রথমে Internet Download Manager 6.20 Build 5 + Pacth (Mbd24.com).exe ফাইলটি ওপেন করুন এবং ইন্সট্রল করুন অন্যান্য সফটওয়্যারের মতই । ইন্সট্রল শেষে ভুল সিরিয়াল কী এর সতর্কবার্তা দিবে । ভয় পাবেন না, সতর্ক বার্তাটাকে কেটে দিন এবং ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বন্ধ করে দিন সিস্টেম ট্রে থেকেও । এবার দ্বিতীয় ফাইলটা ওপেন করুন এবং প্রথমে REG বাটনে ক্লিক করুন । চিত্রে ১ নাম্বারের মত স্থানে ।
সাকসেস হলে এবার PATCH বাটনে ক্লিক করুন । চিত্রে ২ নাম্বার এর স্থানে । এবার একটা নতুন উইন্ডো আসবে । একটা ফাইল সিলেক্ট করতে বলবে । এই ফাইলটা আপনে পাবেন এই পাথ এ – C:\Program Files\Tonec
IDMan.exe এই ফাইলটা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন । আপনার কাজ শেষ । আপনার আইডিএম সাকসেস ভাবে রেজিস্ট্রেশন হয়েছে । এবার ওপেন করুন এবং ব্যবহার করুন ইচ্ছামত ।
আজ এই পর্যন্তই । সবাই ভাল থাকবেন । কোন সমস্যা হলে কমেন্ট করতে পারেন অথবা আমি ফেইসববুকে আছি । প্রয়োজনে মেসেজ করুন ।