ইউটিউব থেকে ডাউনলোড করে নিন যে কোন ভিডিও ( দারুন একটা সফটওয়্যার ব্যবহার করে )
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইউটিউব ভিডিও ডাউনলোড করার দারুন এক সফটওয়্যার ।
১। প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।
জিপ ফাইলটি আনজিপ করুন। আনজিপ করার আগে আপনার এন্টিভাইরাসকে ১০ মিনিটের জন্য ডিজাবল করুন। কারণ এই সফটওয়্যারের ফাইলটি না হয় এন্টিভাইরাস এ খেয়ে ফেলবে । আমার এন্টিভাইরাস এভাস্ট এটাকে খেয়ে ফেলে আপনার এন্টিভাইরাস নাও খেতে পারে । সেটাপ হয়ে গেলে আর কোনো সমস্যা করবে না এন্টিভাইরাসে । ( কারো যদি মনে কোন রকম আপত্তি থাকে আমি অনুরোধ করব দয়া করে আপনার এই সফটওয়্যারটি ইন্সট্রর করার কোনো দরকার নাই ) তারপর অন্যান্য সফটওয়্যার এর ন্যায় সেটাপ দিন এবং পেচ ফাইল টা ওপেন করে পেচ করে নিন এতে এটার প্রো ভার্সন পেয়ে যাবেন । এবার চালু করুন ।
এখন আপনি Youtube থেকে যে ভিডিও ডাউনলোড করবেন তার লিঙ্ক কপি করুন ।
সফটওয়্যার এর মধ্যে পেষ্ট করে দিন নিচের মত করে । অটোমেটিক পেষ্ট হয়ে যাওয়ার কথা না হলে পেষ্ট করুন নিচের মত ।
এবার যা করবেন ।
১. পেষ্ট ইউআরএল
২. ভিডিওটির কোয়ালিটি সিলেক্ট করুন । আপনার যেটা প্রয়োজন ।
৩. তারপর যেখানে সেভ করবেন সেটার পাথ সিলেক্ট করুন ।
৪. ডাউনলোড হওয়ার সাথে সাথে যদি কনভার্ট করতে চান তাহলে ৪ নাম্বার এখানে ঠিক দিয়ে দিন ।
৫. কি ফরমেটে কনভার্ট করবেন সেটা সিলেক্ট করুন এবং কোয়ালিটি সিলেক্ট করুন ।
৬. এবার ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড শুরু করুন ।
ডাউনলোড শুরু দেখতে একটিভিটি এ যান ।
আসুন এবার দেখি এই সফটওয়্যারের আরেকটি গুরুত্বপুর্ণ কাজ । আমাদের অনেক কাজেই ভিডিও কনভার্ট করার দরকার হয় । বিশেষ করে মোবাইল এ ব্যবহারে জন্য । ভিডিও কনভার্ট করার কাজটিও এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন । আসুন দেখি কিভাবে কনভার্ট করব ।
১. প্রথমে যে ভিডিও ফাইলটি কানভার্ট করতে চান সেই ফাইলটি সিলেক্ট করুন ।
২. আপনি যদি চান যে কনভার্ট হওয়ার পর অরিজিনাল ফাইলটি আর দরকার নাই তাহলে ২ নাম্বার এ ঠিক দিয়ে দিন । তাহলে কনভার্ট হওয়ার সাথে সাথে অরিজিনাল যে ফাইলটা ছিল ঐ টা ডিলিট হয়ে যাবে ।
৩. আপনি কোন ফরমেটে ভিডিওটি কনভার্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন ।
৪. এবার কনভার্ট করা ভিডিওটি কেমন কোয়ালিটি হবে সেটা সিলেক্ট করুন ।
৫. কনভার্ট করা ভিডিওটা কোথায় সেভ করবেন সেই পাথ সিলেক্ট করুন।
এবং কনভার্ট ভিডিও তে ক্লিক করুন দেখবেন কনভার্ট শুরু হয়ে গেছে । কনভার্ট কতটুকু হল দেখতে একটিভিটিতে যান ।
আসুন এবার দেখি এই সফটওয়্যারের আরেকটি গুরুত্বপুর্ণ কাজ ।
আমাদের অনেক সময় বিভিন্ন কাজে ভিডিও কাটার প্রয়োজন হয় । তার জন্য হয়তো আমরা ভিডিও কাটার বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি । আজ থেকে আর ভিডিও কাটার বা কনভার্ট করার সফটওয়্যারের প্রয়োজন নেই । এক সফটওয়্যার দিয়ে আমরা তিনটি কাজ সেরে ফেলব ।
আসুন দেখি কিভাবে ভিডিও কাটব । প্রথমে কাট ভিডিও তে ঠিক দিন । এবার ভিডিওটি প্লে অপশন থেকে সময় জেনে নিন আপনি কত সময় থেকে কত সময় কাটবেন । এবার স্টার্ট টাইম এ কাটার শুরু সময় এবং এন্ড টাইম এ কাটার শেষ সময় দিয়ে দিন । এবার কনভার্ট ভিডিওতে ক্লিক করুন । দেখবেন আপনি যতটুকু ভিডিও সিলেক্ট করেছেন টাইমে ঠিক ততটুকুই কেটে কনভার্ট হয়ে যাবে । তবে একটু সমস্যা হল কোন ভিডিও শুধু কাটা যাবে না । কনভার্ট এর সাথে সাথে কাটতে হবে । আমার মনে হয় এতে যদি আলাদা কাট ভিডিও নামে একটা বাটন থাকত তবে ভাল হত । তাহলে শুধু কাটার কাজটি করা যেত । তবে এটার দ্বারা একটা সুুবিধা হল এক সাথে কনভার্ট এবং কাটার কাজ হয়ে গেল ।
এই সফটওয়্যার দিয়ে আপনি ভিডিও প্লে করে ও দেখতে পারবেন । তার মানে এটাকে আপনি ভিডিও প্লেয়ার হিসাবেও ব্যবহার করতে পারবেন ।
ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাকে মেইল করুন অথবা কমেন্টস করুন । আমি অন্য ডাউনলোড লিংক দিব ।
আজ অনেক হয়েছে আর নয় । অন্য কোন দিন দেখা হবে অন্য কোন কাজের সফটওয়্যার নিয়ে । আজ বিদায় । আল্লাহ হাফেজ ।