কাঁঠালের পায়েস

উপকরণ : ঘন দুধ এক কেজি, চিনি ৩০০ গ্রাম, কাঁঠালের রস ১ বাটি, পোলাউর চাল আধা ভাঙা ৫০ গ্রাম, এলাচি ২টা, দারুচিনি ৩টা, তেজপাতা ১টা, চেরিকুচি ১ টেবিল চামচ, কাঠবাদাম এক টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ।
যেভাবে করবেন : ঘন দুধে ভাঙা চাল, এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়ে ঘন করে সিদ্ধ করুন। চাল সিদ্ধ হয়ে গেলে তাতে চিনি ও কাঁঠালের রস ঢেলে দিন। অতঃপর আরও অনেকক্ষণ পায়েস জ্বাল দিন, যতক্ষণ না পায়েসটি ঘন না হয়। পায়েস ঘন হলে তা বড় বাটিতে ঢেলে ঠাণ্ডা হতে দিন। অতঃপর কাঠবাদাম কুচি, চেরি কুচি, কিশমিশ দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করতে পারেন।
প্রকাশিতঃ যুগান্তর – ২৯.০৫.২০১২
বিভাগ : রেসিপি |
এই রেসিপিটি ১৬৩৮ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই