কাসুন্দি দিয়ে পাটশাক ভাজা

উপকরণ : শাক এক আঁটি বা পরিমাণমতো। শুকনো মরিচ ১-২টি, কালিজিরা অল্প, তেল, লবণ এবং কাসুন্দি পরিমাণমতো।
প্রণালী : শাক বেছে ধুয়ে নিতে হবে। পানি ভালোভাবে ঝরিয়ে নিয়ে লবণ মেখে সেদ্ধ করতে হবে। চুলা থেকে নামিয়ে সেদ্ধ হওয়ার পর যে পানিটুকু থাকে তা ঝরিয়ে ফেলতে হবে। কড়াই গরম হলে তেল দিতে হবে। তেল তাঁতলে শুকনো মরিচ, কালিজিরা ফোড়ন দিন। সুগন্ধ বের হলে শাক দিয়ে নাড়তে হবে। এই শাক কাসুন্দি দিয়ে মেখে খেতে খুব মজা।
বিভাগ : রেসিপি |
এই রেসিপিটি ১১০৪ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই