শীতের ভাপা পিঠা
উপকরণ: চালের গুঁড়া ৪ কাপ, নারকেল কুড়ানো ১ কাপ, গুড় গ্রেট করা ১ কাপ, লবণ পরিমাণমত, হালকা গরম পানি আধা কাপ, পাতলা সুতি কাপড়।
প্রণালী: চালের গুঁড়া কুসুম গরম পানি ও লবণ দিয়ে মেখে চেলে নিন। ছোট বাটিতে প্রথমে চালের গুঁড়া তারপর গুড় এবং নারকেল দিন সব শেষে চালের গুঁড়া দিয়ে পাতলা কাপড়ে ঢেকে চুলায় রাখা পাতিলে রাখুন। ভাপে ৫ মিনিট সিদ্ধ করে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।
সংগ্রহ : ইন্টারনেট
বিভাগ : রেসিপি |
এই রেসিপিটি ১৯৩৬ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই