আমায় নিয়ে আর কত কাল
খেলবি লীলাখেলা
চোখের জলে আসলাম ভবে
দিতে সুখের মালা।
কাদছি যখন হয়েছে পাগল
বুকে জড়িয়ে করেছে আদর
খেয়ে, না খেয়ে রাত্রি দুপুর
সকাল কিংবা সাঁজে।
হাসি মাখা মুখটি দেখে
মিটিয়েছে ক্ষুধার জ্বালা,
আমায় নিয়ে আর কত কাল
খেলবি লীলাখেলা।
আর পারি না সইতে আমি
ভবের আজব খেলা
কেন পারি না ফিরিয়ে দিতে
সেইদিনের সেই নিঃষ্পাপ হাসির মায়া।
না খেয়ে যে করছে আদর
শীতের রাতে গা ভিজিয়ে
রেখেছে বুকে তুলে
আমায় নিয়ে আর কত কাল
খেলবি লীলা খেলা।
বুকের মাঝে হাজারও ক্ষত
এই বুঝি ডাক আসছে তেড়ে
বেহেশেতের পরশ পেয়েও বুঝি
হারালাম বেহেশতের চাবি।
আমায় নিয়ে আর কতকাল
খেলবি লীলা খেলা
আর পারি না সইতে আমি
ভবের আজব খেলা।
**********
|