ওগো মুসলিম ভাই!
একটি বার ভেবে দেখ
কোথায় ছিলে কোথায় এলে,
কোথায় তোমার ঠাঁই?
আল্লাহর হুকুম মানতে হবে,
এটাই তোমার ওয়াদা,
কিসের নেশায় মত্ত হয়ে
ভুললে তাঁরে সদা।
আল্লাহর তুমি সেরা সৃষ্টি
সেরা মাখলূকাত,
তোমার কাজের হিসাব হবে
রোজ হাশরের মাঠ।
যতই তুমি বড়াই কর
কর দম্ভ আজ,
ফিরতে তোমায় হবে একদিন
আল্লাহ তা‘আলার কাছ।
অন্যায় যদি কর তুমি
হও নাফরমান,
তোমার কোন নেইকো ক্ষমা
নেইকো পরিত্রাণ।
আল্লাহর হুকুম মানলে সবে
মানলে তাঁর বিধান
আল্লাহর ক্ষমা পাইবে তুমি
মিলবে অশেষ সম্মান।
**********
|