আজ শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ ইং  , ৬ বৈশাখ ১৪৩১ বঃ , ২৯ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ
নীড় পাতা
নব বার্তা

আইলো নব বার্তা নিয়ে আসমানের ঐ চান,
শরীর আমার নেচে উঠে উতলা হয় প্রাণ।
হিংসা ভুলো বিদ্বেষ ভুলো, ভুলো অভিমান,
ঈদের আনন্দ বানে ভাসাও তোমার প্রাণ।
ঈদানন্দের ছন্দে সবাই গাই সাম্যের গান,
আশার আলো জ্বেলে করি হতাশার অবসান।
প্রতিবেশীর খবর নিয়ো, জেনো তার অবস্থান,
অনাহারী থাকলে তাদের অন্ন কইরো দান।
পড়শি যদি কাটায় নিশি, অনাহারে দিনমান,
উল্লাস-আনন্দ তোমার হবেই একদিন ম্লান।
খুশীর বানে ঢেউ তুলেছে ঈদের ঐ ময়দান,
সবে মিলে গাইছে দেখ ১ আল্লাহ্‌র জয়গান।
ভোর হলে দোর খুলি শুনে পুন্য আহ্বান,
মোনাজাতে বলি আমি তুলে হাত দু’খান,
হে দোজাহানের মালিক, হে রহিম-রহমান,
ধনী গরীব সকলকে তুমি শান্তি করো  দান।
এসো বুকে মিলাই বুক ভুলি আত্মাভিমান,
ভ্রাতৃত্বের আলিঙ্গনে আমরা হই পুণ্যবান।


**********

এই কবিতাটি ১৪০৮ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.118.0.240
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter