আজ রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ ইং  , ২৭ মাঘ ১৪৩১ বঃ , ১৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ
নীড় পাতা
এসো কল্যাণের পথে

 

আল্লাহু আকবার, আল্লাহু আকবার (২)

আল্লাহই সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন ডাকছে ঐ,

মমিন মুসলমান সকল শোন দুনিয়ার,

এর চেয়ে মধুর বানী পাবে তুমি কই?

 

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ্ (২)

সাক্ষ্য আমি দিচ্ছি, ১ আল্লাহ্ ছাড়া,

নাই যে আমার অন্য কোন ইলাহ,

কত সুন্দর বানী, দেখ পাগল পারা

 

আশহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাল্লাহ্ (২)

সাক্ষ্য আমি দিচিছ যে, হে আমার আল্লাহ্‌,

হযরত মুহাম্মদ (স:) তোমার প্রেরিত রসুল,

অব্যাজে বিশ্বাস করি নাই এতে কোন ভুল

 

হাইয়্যা আলাছ ছালাহ্, হাইয়্যা আলাছ ছালাহ্,

মুমিনগণ তোমরা নামাযের দিকে এসো ছুটে,

হে কল্যান কামীরা, করোনা এতে অনীহা,

সালাতে এসো ছুটে, জান্নাত তুমি নাও লুটে

 

হাইয়্যা আলাল ফালাহ্, হাইয়্যা আলাল ফালাহ্,

বিশ্বাসীগণ, তোমরা ছুটে এসো কল্যাণের পথে,

বিপথ ছেড়ে, আস সেই পথে, কল্যান করে যাহা,

 

আল্লাহু আকবার, আল্লাহু আকবার ।।।।

আল্লাহই সর্বশ্রেষ্ঠ, মুয়াজ্জিন গাইছে বারবার

সালাতের জন্য আস তুমি দিনে পাঁচটি বার

ফুলের মত নিষ্পাপ কর জীবনটি তোমার

 

লা ইলাহা ইল্লাল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্,

এক আল্লাহ্ব ছাড়া নেই অন্য কোন ইলাহ,

মুয়াজ্জিনের কণ্ঠে দেখ কত সুন্দর সুর,

বিশ্বাসীগণ, এবাদত কর একমাত্র প্রভুর

 


**********

এই কবিতাটি ১৬৬২ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.97.14.82
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter