আজ মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ ইং  , ৫ চৈত্র ১৪৩০ বঃ , ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ
নীড় পাতা
আবরাহা ধ্বংসলীলা (পর্ব-৩)

আল্লাহ্‌ যদি বাধা না দেয় তোমাদের এ সমরে,
তোমাদের সাথে আমরা প্রতিরোধ করব কি করে?
পরে হুনাতা তাকে বলে, তুমি সঙ্গে চল আমার,
কারণ আবরাহা তোমাকে আদেশ দিয়েছে যাবার।
আঃ মুত্তালিব সুন্দর সুঠাম এবং লম্বা মানুষ ছিলেন,
আবরাহা তাকে নিচে বসানো অনুচিত মনে করেন।
অন্য দিকে বাদশাহের গদিতে তাকে বসতে দেয়া,
এতেও আবরাহা চিন্তা করলেন অমঙ্গলের ছায়া।
সেই জন্য আবরাহা নিজ আসন থেকে নেমে এসে
আঃ মুত্তালিব ও আবরাহা চটের উপর পাশাপাশি বসে,
অনুবাদককে বললেন, আব্দুল মুত্তালিবকে জিগাও,
হে আব্দুল মুতালিব বল এখন তুমি কি চাও ?
প্রত্যুত্তরে আব্দুল মুতালিব বলেন, শোন হে বাদশা,
আমার দু’শ উট ফেরত চাই, নেই তো কোন আশা।
একথা যখন আবরাহাকে অনুবাদ করে শুনান হল,
তখন তিনি অনুবাদককে বলেন, তুমি তাঁকে বল,
আমি মনে করি তোমাকে অনেক বিচক্ষন ও জ্ঞানী,
আমি আবরাহা, তোমার মুখে একি তুচ্ছ কথা শুনি।
তুমি, দু’শ উটের কথা ভাবছ, একি আসলেই সত্যি
ধ্বংস আমি করব তোমার বাপ-দাদার দ্বীনের ভিত্তি।

 

চলবে……………………….


**********

এই কবিতাটি ১২৩৭ বার পড়া হয়েছে 
অন্যান্য কবিতাগুলো
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    54.226.25.246
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter