আসসালামু আলাইকুম । আমাদের এই সাইটে আপনি পোষ্ট করে মোবাইল ফ্রেক্সিলোড নিতে পারবেন । আমাদের সাইটের লিখার সাধারণ নিয়মাবলী এখানে দেখে নিন । আর যেসব লেখায় ফ্রেক্সিলোড দেওয়া হবে সেসব লেখার জন্য কিছু বিশেষ নিয়ম নিচে দেওয়া হলঃ
১. আমাদের সাইটের যে সব বিভাগ আছে সব বিভাগের লিখার জন্য ফ্রেক্সিলোডের পরিমান সমান নয় । লেখার পরিমান এর উপর নির্ভর করে ফ্রেক্সিলোড দেওয়া হবে ।
একটি প্রকাশিত পোষ্টের জন্য সর্বনিন্ম ৫ টাকা এবং সর্বোচ্চ ২০ টাকা ফ্রেক্সিলোড দেওয়া হবে ।
২. সাইটের এডমিন এর ইচ্ছা অনুযায়ী লেখার পেমেন্ট নির্ধারন হবে । আপনার লেখার পরিমান অনুযায়ী যে পরিমান পারিশ্রামিক আপনি প্রাপ্য এডমিন আপনাকে ঠিক সে পরিমান পারিশ্রামিক ই দিবে । এ ব্যাপারে কোন অভিযোগ গ্রহন করা হবে না । যে কোন পোষ্ট প্রকাশ করার মত উপযোগী না হলে এডমিন সেটা সাথে সাথে ডিলিট করে দিবেন এর জন্য এডমিন জবাবদিহি করতে বাধ্য নয় ।
৩. যে পোষ্টগুলোতে ফ্রেক্সিলোড দেওয়া হবে সে লেখাগুলো সম্পুর্ণ ইউনিক হতে হবে । ইউনিক বলতে এই লেখা পূর্বে কোন সাইটে বা কোন পেপারে প্রকাশ হয়নি এমন লেখা । লেখাটি সম্পুর্ণ নিজের মনের মত করে লিখতে হবে । কোন সাইট থেকে কোন লেখা কপি করে এর আংশিক পরিবর্তন করে দিলে হবে না । তবে কোন বিষয়ে আপনি বিভিন্ন সাইট থেকে তথ্য সংগ্রহ করে নিজের মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন । যে লেখা অন্য সাইটের লেখার সাথে মিলবে না । তবে বিভিন্ন দেশের ইংরেজি বা অন্য ভাষায় প্রকাশিত পোষ্ট বাংলা ট্রান্সলেট করে জমা দেওয়া যাবে ।
৪. পোষ্ট বড় করার জন্য অপ্রয়োজনীয় কথা লেখা যাবে না । লেখা জমা দেওয়ার পর এই লেখা অন্য সাইটে প্রকাশ করা যাবে না । এমন করা হলে ব্লক করে দেওয়া হবে । ফ্রেক্সিলোড দেওয়া হবে না ।
৫. কোন পোষ্ট লেখার নিচে কোন সাইটের লিংক দেওয়া যাবে না । যেমনঃ এটা আমার সাইট , সময় পেলে ঘুরে আসুন , এই পোষ্টটি আগে এখানে প্রকাশ করা হয়েছে , এরকম বিজ্ঞাপন ভিত্তিক লিংক দেওয়া যাবে না ।
৬. স্বল্পকালীন মেয়াদের কোন পোষ্ট দেওয়া যাবে না । যেমনঃ আপকামিং নতুন মোবাইলের রিভিউ, বিভিন্ন অফারের খরব, বিভিন্ন স্বল্পকালীন মেয়াদের কোন সফটওয়্যারের ব্যবহার, রিভিউ, তবে রিভিউ দেওয়া যাবে যে গুলো কোন মেয়াদ নেই । যেকোন সময় মানুষের কাজে লাগবে । যেমনঃ এমন সফটওয়ার যেগুলো সারাবছন মানুষ ব্যবহার করে , মোবাইল যেটা সারাবছর ব্যবহারের জন্য কেনার আগের জানতে চাইবে, এমন কোন বিষয় যা সারাবছর মানুষের জানা আগ্রহ থাকবে ।
৭. শিক্ষা পাতায় এমন কিছু শিক্ষা বিষয়ক লেখা যেগুলো ছাত্রদের সারাবছর ই পড়ার প্রয়োজন পড়বে । স্বল্পকালীন কোন বিষয় লেখা যাবে না । সফটওয়্যার ডাউনলোড লিংকে কোন এড দেওয়া যাবে না । সরাসরি ডাউনলোড লিংক দিতে হবে ।
৮. যে সব বিভাগে লেখা যাবে নাঃ কৌতুক , বিভিন্ন অফার , প্রতিবেদন , দেশ পরিচিতি , গেমস , লাইভ চ্যাট , সংবাদপত্র, সংবাদ শিরোনাম , ফোন গাইড , জবস , কনভার্টার , ঠিকানা , ভালবাসা , ওয়ালপেপার , ওয়েবলিংক , বাংলাদেশ , এইদিনে , বাণী চিরন্তণী ইত্যাদি ।
৯. ইমেজ ব্যবহারের জন্য http://imgur.com এই সাইট ব্যবহার করুন । সরাসরি আমাদের সাইটে ইমেজ আপলোড করা যাবে না । এডমিন পরবতীতে ইমেজ টান্সফার করে নিবে ।
১০. কোন লেখার মধ্যে মেয়েদের ছবি ব্যবহার করা যাবে না । মানুষের ক্ষতি করে এমন কোন পোষ্ট দেওয়া যাবে না ।
১১. আপনার লেখা জমা দেওয়ার পর এডমিন যাচাই বাচাই করার পর প্রকাশ করা হবে এবং প্রকাশ করার পর ২৪ ঘন্টার মধ্যে আপনার ফ্রেক্সিলোড আপনার দেওয়া মোবাইল নাম্বারে লোড করে দেওয়া হবে । কোন নাম্বার এ লোড নিতে চান তা আপনার প্রোফাইলে মোবাইল নাম্বার বক্সে এড করুন । আপনার মোবাইলে লোড দেওয়ার পর আপনাকে ইমেইল করে জানিয়ে দেওয়া হবে ।
১২. যে কোন অভিযোগের জন্য ইমেইল করুন অথবা ফোন বা এসএমএস করুন । Email: mbd24.com@gmail.com , Mobile: 01915649868
বিঃদ্রঃ এখানে কোন প্রফেশনাল লেখক লেখা জমা দিবেন না । কারন আমাদের এখানে যা পারিশ্রামিক দেওয়া হচ্ছে এটা কোন প্রফেশনাল লেখকের পারিশ্রামিক ১০০ ভাগের এক ভাগও না মনে হয় । সুতরাং কেউ এই লেখার পারিশ্রামিক প্রফেশনাল কোন লেখকের পারিশ্রামিকের সাথে তুলনা করে প্রফেশনাল লেখকদের অপমান করবেন না । এখানে যারা বেকার বা অলস সময় পার করছেন তারা সময়টাকে একটু কাজে লাগিয়ে আপনার মোবাইলে কথা বলা খরচ তুলার একটা ব্যবস্থা করা হয়েছে মাত্র ।
বুঝতে যাতে কারো কোন সমস্যা না হয় তাই বিস্তারিত লিখতে বাধ্য হয়েছি । আপনি কষ্ট করে একটা লেখা জমা দিলেন আর কর্তৃপক্ষ লেখাটা বাদ দিয়ে দিল নিয়ম বহির্ভুত বলে এটা আমরা পছন্দ করি না তাই অনুগ্রহ করে কষ্ট করে লিখা জমা দেওয়ার আগে একটু খেয়াল করে পড়ে নিন তাতে আপনারও সময় নষ্ট হবে না আমাদেরও সময় নষ্ট হবে না ।
ধন্যবাদ সবাইকে