আজ শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ ইং  , ১৫ চৈত্র ১৪৩০ বঃ , ৮ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বাণী – ২

  • যাহারা সৎ উপায়ে জীবিকার্জন করে, তাহারাই আল্লাহর প্রিয়পাত্র।
  • যে কেহ মৃত ভূমিকে জীবন্ত করে অর্থাৎ পতিত জমি চাষাবাদ করে, তাহার জন্য পুরস্কার রহিয়াছে ঐ কাজে।
  • আত্মাকে জয় করাই সর্বোৎকৃষ্ট জিহাদ।
  • প্রকৃত বিনয় সকল সৎগুণেরই উৎস।
  • সেই পূর্ণতম মুসলিম যাহার আচরণ সর্বোত্তম এবং তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে আপন স্ত্রীর সঙ্গে সবচেয়ে ভাল ব্যবহার করে।
  • কাহাকেও অভিশাপ দেয়া একজন সত্যবাদীর পক্ষে শোভনীয় কাজ নহে।
  • বেহেশতের অবস্থান জননীর পদতলে।
  • যাহা সত্য তাহাই বলিবে, লোকের কাছে তিক্ত বা অপ্রীতিকর হইলেও।
  • আল্লাহর সৃষ্ট জীবের প্রতি ও আপন সন্তানদের প্রতি যাহার মমতা নাই তাহার প্রতি আল্লাহর মমতা হইবে না।
  • তাহারাই আল্লাহর সবচেয়ে বড় শত্রু যাহারা ইসলাম গ্রহণ করিয়াও অবিশ্বাসীর কর্ম করে ও অযথা মানুষের রক্তপাত করে।
  • কোন ব্যক্তি মুসলিম হইতে পারে না, যতক্ষণ সে হৃদয়ে ও বাক্যে মুসলিম না হয়।

 

ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত স্যার আবদুল্লাহ সূহরাওয়ার্দীর ‘রাসুলুল্লাহ (সা.)-এর বাণী’ থেকে।
বিভাগঃ বাণী চিরন্তনী । এই পোষ্টটি ৯৫৫ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    44.211.24.81
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter