আজ শনিবার , ২০ এপ্রিল ২০২৪ ইং  , ৭ বৈশাখ ১৪৩১ বঃ , ৩০ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ

আপনার মোবাইল ফোনটি কি আসল না ক্লোন/মাস্টারকপি দেখে নিন খুব সহজে

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি ভালই আছেন। আমিও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি । আজ আমি আপনাদের শিখাব কিভাবে আপনার মোবাইল ফোনটি চেক করবেন এটি অরিজিনাল নাকি নকল ।

বাজারে এখন নানা রকমের ক্লোন আর মাস্টারকপি মোবাইল ফোন দিয়ে ভরে গেছে । কোনটা আসল আর কোনটা নকল বোঝা অনেক কঠিন।

মোবাইল কিনতে আসা অনেক ক্রেতা আসল নকল না বুজে নকল মোবাইল কিনে আসল মোবাইল এর দামে । বিক্রেতারা ক্রেতা দেখেই বুঝতে পারে কাকে কেমন মোবাইল ধরিয়ে দেয়া যাবে । তাই এদের প্রতারনার শিকার হয়েছেন এরকম অনেক মানুষ আছে । অনেকে স্যামসাং গালাক্সি এস ৫ কিনে ২৫০০০ টাকায়। আর মজা করে সবাইকে বলে বেড়ায় । কিন্তু সে আসলেই জানতে পারেনা যে সে কি মোবাইল কিনেছে । আসলে এটা কেউ এতো সহজে ধরতে পারবে না । মোবাইলের মাস্টারকপি গুলো এমনভাবে তৈরি করে দেখতে সেম টু সেম অরিজিনাল কপির মত। এমন কি সফটওয়্যার ও লোগোও কোন পরিবর্তন হয় না। সাধারন মানুষ যেটা দেখে বুঝতেও পারবে না যে এটা আসল না নকল। আপনি মোবাইল কিনার কথা ভাবছেন কিন্তু এই পোষ্ট দেখে মাথা ঘুরে গেছে । ভয় পাচ্ছেন যে নকল ফোন আবার বিক্রেতা ধরিয়ে দেয় কিনা । না ভয় একদম ভয় পাবেন না । সকল সমস্যার কোন না কোন সমাধান অবশ্যই আছে । আসুন তাহলে দেখি এই সমস্যার কি সমাধান বের করা যায় । আপনাকে যাতে আর ধরা খেতে না হয় সে জন্যই আসলে এই পোষ্টটি করা । আসুন দেখি আপনাকে কি কি কাজ গুলো করতে হবে ।

১. আপনি যদি কোন নতুন মোবাইল কিনতে যান তাহলে সবচেয়ে ভাল হয় যে ব্রান্ডের মোবাইল কিনবেন সেই ব্রান্ডের নিজস্ব শোরুম থেকে কিনুন । কারণ নিজস্ব শোরুম এর লোকেরা আসলে নকল ফোন দিবে না আশা করা যায় । তবে যদি দেখেন দাম অনেক কম রাখছে তখন হয়তো সন্দেহ করতে পারেন । তবে আমার জানা মতে ব্র্যান্ডের নিজস্ব শোরুম গুলোতে ওরা ওরকম করে না তাদের দুর্নাম হবে বলে ।

২. নকল মোবাইল কিনে বেশী ধরা খেতে হয় যদি আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে যান । এসব বেশী করা হয় সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রেতার দোকানে । আপনি যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনা খুবই প্রয়োজন হয় তাহলে সবকিছু ভালভাবে দেখে নিবেন । আর নিচের নিয়ম অনুযায়ী চেক করে নিবেন ।

৩. এবার আসুন আসল কথায় । কিভাবে চেক করবেন আপনার ফোনটি আসল না নকল । প্রথমে আপনার একটা ইন্টারনেট কানেক্টসহ মোবাইল অথবা ল্যাপটপ নিতে হবে এবং এই লিংকে ক্লিক করে চেক আইএমইআই এর ওয়েবসাইট এ যান ।

৪. এবার নিচের ছবির মত আইএমইআই এর বক্সে আপনার মোবাইল এর আইএমইআই নাম্বার টাইপ করুন ।

 

Check IMEI Number

Check IMEI Number

 

আপনার মোবাইল এর IMEI নাম্বার বের করতে আপনার মোবাইল থেকে *#06# ডায়াল করুন । তাহলে দেখবেন ১৫ ডিজিট এর একটা নাম্বার দেখাবে । এটাই আপনার মোবাইল ফোনের IMEI নাম্বার । এই নাম্বারটি আপনার মোবাইল এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । এই নাম্বারটি সযত্নে কোনখানে লিখে রাখুন । আপনার সেট হারিয়ে গেলে এই নাম্বার ব্যবহার করে মোবাইল খুজে বের করতে পারবেন ।

৫. এবার Check বাটনে ক্লিক করুন । দেখবেন আপনার মোবাইল এর সকল তথ্য দেখাবে । নিচের ছবির মত:

 

Check IMEI

 

৬. Read More এ ক্লিক করলে আরও বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

৭. নন-ব্র্যান্ডের বা চায়না ফোনের বা ক্লোন বা মাস্টার কপির  IMEI দিলে কিছু আসবে না। নিচের ছবির মত:

 

IMEI

 

৮. আর যদি আইএমইআই ঠিক না থাকে তাহলে Invalid IMEI দেখাবে নিচের ছবির মত:

 

Invalid IMEI

 

মোবাইল কিনার সময় সতর্ক থাকবেন । আর যদি আপনার পরিচিত কেউ মোবাইল সম্পর্কে ভাল জানে তাহলে দামি মোবাইল কিনার সময় তাকে সাথে করে নিয়ে যেতে পারেন । মোবাইল কিনার পরপরই মোবাইল এর আইএমইআই নাম্বারটা কোন ভাল জায়গায় লিখে রাখুন এবং মোবাইল এর সকল প্রকার সিকিউরিটি অপশন চালু করে রাখুন ।

আজ এ পর্যন্তই । সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।

 

বিভাগঃ মোবাইল । এই পোষ্টটি ৮২০৮ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.119.105.239
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter