ডাক্তার সাহেব
ডাক্তার সাহেব, জলদি আসুন,
আমার স্ত্রী হাঁ করে ঘুমাচ্ছিল,
তার মুখ দিয়ে একটা ইঁদুর ঢুকে গেছে।
– আপনি ওনার মুখে এক টুকরো
কেক নাড়তে থাকুন আমি আসছি।
– ডাক্তার এসে দেখে লোকটি
কেক না নেড়ে মাছের কাঁটা নাড়ছে।
– ও কী করলেন,
আপনাকে না কেক নাড়তে বললাম ?
– দাঁড়ান দাঁড়ান,
আগে তো বিড়ালটা বের করি।
বিভাগঃ কৌতুক । এই কৌতুকটি ৩২৫৬ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই