কিভাবে দেখবেন এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল
আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফল দেখবেন মোবাইলের এসএমএস বা ইন্টারনেটের মাধ্যমে ।
মোবাইলের এসএমএস এর মাধ্যমে দেখতে নিচের নিয়ম অনুসরণ করুন ।
মোবাইল এস.এম.এস এর মাধমে ফলাফলঃ-
SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ
SSC<space>First 3 Letters of Your Board<space>Roll Number<space>Passing Year Send SMS to 16222
উদাহরণঃ
SSC RAJ 123456 2015 Send SMS to 16222
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
Dakhil<space>First 3 Letters of Your Board<space>Roll Number<space>Passing Year Send SMS to 16222
উদাহরণঃ
Dakhil MAD 123456 2015 Send SMS to 16222
এসএসসি ভোকেশনালের জন্যঃ
SSC<space>First 3 Letters of Your Board<space>Roll Number<space>Passing Year Send SMS to 16222
উদাহরণঃ
SSC Tec 123456 2015 Send SMS to 16222
পরীক্ষার্থীরা ইন্টারনেট এর মাধ্যমে ফলাফল দেখতে নিচের নিয়ম অনুসরণ করুন:
এখানে ক্লিক করুন
অথবা নিচের এই লিংকগুলোতে চেষ্টা করে দেখতে পারেন
http://123.49.43.158/regular/index.php
http://114.130.64.23/regular/index.php
উপরের লিংকে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে ফলাফল দেখুন ।
অথবা
আপনার প্রতিষ্ঠানের EIIN নাম্বার দিয়েও পুরো স্কুল এর রেজাল্ট দেখতে পারবেন ।
আপনার প্রতিষ্ঠানের EIIN নাম্বার পেতে এখানে ক্লিক করে সার্চ দিন আর নাম্বারটা সংগ্রহ করুন
ই-মেইলে পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্যাদি পাওয়ার জন্য নিন্মের ধাপগুলো অনুসরন করতে হবেঃ
নিয়ম ১ :-
১) প্রথমে এখানে ক্লিক করুন
বোর্ড সিলেক্ট করুন এবং আপনার প্রতিষ্ঠানের EIIN নাম্বার দিয়ে Get Institution Result বাটনে ক্লিক করুন । দেখুন সব ফলাফল দেখাবে ।
নিয়ম ২:
১) প্রথমে এখানে ক্লিক করুন
২) Email Address এর ঘরে ই-মেইল আইডি এবং Password এর ঘরে EIIN নাম্বার লিখে Login বাটনে ক্লিক করুন
কোন প্রতিষ্ঠানের ই-মেইল আইডির ধরন হবেঃ
[সংশ্লিষ্ট বোর্ডের নামের ১ম তিন অক্ষর][প্রতিষ্ঠানের EIIN নাম্বার]@educationboard.gov.bd
উদাহরণসরূপঃ ঢাকা বোর্ডের কোন প্রতিষ্ঠানের EIIN নাম্বার যদি ১২৪৩৫৭ হয় তবে ঐ প্রতিষ্ঠানের ই-মেইল আইডি হবে dha126234@educationboard.gov.bd এবং পাসওয়ার্ড হবে EIIN নাম্বার অর্থাৎ ১২৪৩৫৭।
৩) ই-মেইল Open হবে
৪) Inbox এ ক্লিক করুন
৫) Inbox Open হবে
৬) Subject এর উপর ক্লিক করুন
৭) Mail Open হবে
৮) Download এ ক্লিক করলে PDF আকারে উক্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ Result Sheet টা Download হবে।
এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ফলাফল দেখা ।
আপনার ফোনটি যদি এন্ডয়েড হয় তাহলে ছোট্র একটা অ্যাপস ইন্সট্রল দিয়ে এর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন ।
অ্যাপটি গুগল প্লে-স্টোর পাবেন এখানে থেকে
অথবা প্লে-স্টোর এ গিয়ে সার্চ দিন BD Result লিখে । ইন্সট্রল দিয়ে ওপেন করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে ফলাফল দেখুন
সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফেজ