 in <b>/home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-cp.php</b> on line <b>62</b><br />
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0f/Flag_of_Maldives.svg/720px-Flag_of_Maldives.svg.png)
মালদ্বীপ - এর পতাকা
মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক এর সদস্য।
মালদ্বীপ নামটি সম্ভবত “মালে দিভেহী রাজ্য” হতে ইদ্ভূত যার অর্থ হল মালে অধিকৃত দ্বীপ রাষ্ট্র । কারো কারো মতে সংস্কৃত ‘মালা দ্বীপা’ অর্থ দ্বীপ-মাল্য বা ‘মহিলা দ্বীপা’ অর্থ নারীদের দ্বীপ হতে মালদ্বীপ নামটি উদ্ভূত । কিন্তু প্রাচীন সংস্কৃতে এরকম কোন অঞ্চলের উল্লেখ পাওয়া যায়না । তবে প্রাচীন সংস্কৃতে লক্ষদ্বীপ নামক এক অঞ্চলের উল্লেখ রয়েছে । লক্ষদ্বীপ বলতে মালদ্বীপ ছাড়াও লাক্কাদ্বীপ পুঞ্জ অথবা চাগোস দ্বীপপুঞ্জকেও বোঝান হয়ে থাকতে পারে । অপর একটি মতবাদ হলো তামিল ভাষায় ‘মালা তিভু’ অর্থ দ্বীপমাল্য হতে মালদ্বীপ নামটি উদ্ভূত ।
মধ্যযুগে ইবন বতুতা ও অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে ‘মহাল দিবিয়াত’ নামে উল্লেখ করেছেন । আরবীতে মহাল অর্থ প্রাসাদ । বর্তমানে এই নামটিই মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয় ।