আজ শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ ইং  , ১৫ চৈত্র ১৪৩০ বঃ , ৮ জমাদিউস সানি ১৪৪৫ হিঃ

আপনার Pendrive অথবা USB Memory Card কে পিসির র‌্যাম হিসেবে ব্যবহার করুন সহজ পদ্ধতিতে

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন । আমিও আল্লাহর রহমতে ভাল আছি । বর্তমানে আমাদের দেশের অনেক ইউজারই Windows 7/8 ব্যবহার করছেন  কিন্তু প্রবলেম একটাই তা হল অত্যাধুনিক গ্রাফিক্স সিস্টেমের কারনে যাদের পিসির RAM বা Processor এর ক্ষমতা কম তারা প্রায়ই পিসি নিয়ে সমস্যায় পরেন তাদের পিসি স্লো হয়ে যায়। অনেক সময় হ্যাং করে । আজ আমি দেখাব আপনার পিসির র‌্যাম এর কার্য ক্ষমতা কিভাবে একটু বাড়ানো যায় । আমি আপনাদের যে প্রক্রিয়া বলব তার মাধ্যমে আপনারা যে কোন Pendrive বা Memory কে RAM এর সহকারি মেমোরিতে রূপান্তর করতে পারবেন।

প্রথমে আপনার পিসিতে Pendrive বা Memory Card USB port সংযুক্ত করুন । এর পর My Computer ওপেন করুন । তারপর আপনার Pendrive বা Memory Card এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এর Properties এ যান।

ReadyBoost

উপরের চিত্রের মত ReadyBoost ট্যাবে  ক্লিক করুন । সেখানে তিনটি অপশন দেখতে পাবেন ।

১. Do not use this device.  ( এটা সিলেক্ট থাকবে ডিফল্টভাবে । )
২. Dedicate this device to ReadyBoost. ( এটা সিলেক্ট করে আপনার device এর সর্বোচ্চ খালি জায়গা ReadyBoost এর জন্য ব্যবহার করুন । )
৩. Use this device. ( এটা সিলেক্ট করে আপনার খুশি মত যতটুকু র‌্যাম হিসেবে ব্যবহার করতে চান তা নির্ধারন করুন । )

যে কোন একটা সিলেক্ট করে Apply বাটনে ক্লিক দিন । ব্যস কাজ শেষ । এবার Ok দিয়ে বের হয়ে আসুন । আপনার Pendrive বা Memory Card যদি ৪ জিবি এর উপরে হয় তাহলে আপনি ৪ জিবি উপরের টুকু Pendrive বা Memory Card হিসেবে তথ্য আদান প্রদানে ব্যবহার করতে পারবেন । যখন আপনি আপনার পিসিতে Pendrive বা Memory Card লাগাবেন তখন থেকেই এটার কাজ শুরু হবে । তবে অন্য পিসিতে নিয়ে ব্যবহার করলে ঐ পিসিতেও উপরের নিয়ম অনুযায়ী করে নিতে হবে । আপনার যদি আপনার পিসিতে এনে ব্যবহার করে তবে আর এরকম করা লাগবে না । একবার করলেই হবে ।

বি:দ্র: উপরের নিয়ম অনুযায়ী আপনার পিসির র‌্যাম এর সহকারী র‌্যাম হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন । অরিজিনাল র‌্যাম এর মত পারফরমেন্স পাবেন না ।

আপনার অরিজিনাল র‌্যাম যদি কম থাকে সেক্ষেত্রে এভাবে ব্যবহার করে আপনার পিসির পারফরমেন্স একটু বৃদ্ধি করতে পারবেন আশা করা যায় ।

কোন সমস্যা হলে আমাকে ফেইসবুকে পাবেন

আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।

 

বিভাগঃ এম ব্লগ । এই পোষ্টটি ১৭৪০ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    44.222.87.38
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter