আজ মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ ইং  , ২১ অগ্রহায়ণ ১৪৩০ বঃ , ১৯ রবিউস সানি ১৪৪৫ হিঃ

স্কাইপিতে বাংলা চ্যাটিং এ ফন্ট দেখতে সমস্যা ? তাহলে ঠিক করে ফেলুন এখনি !

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন। আশা করি ভাল । আজ আমি আপনাদের ছোট্র একটা সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব । আমরা যারা ইন্টারনেট ছাড়া একদিনও চলতে পারি না, তারা কম-বেশি সবাই সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে ফেইসবুকের পাশাপাশি স্কাইপি ব্যবহার করে থাকি । আবার অনেকে স্কাইপির সাথে ফেসবুক কানেক্ট করে নিয়েছেন, যাতে করে সকল চ্যাট স্কাইপিতেই করতে পারেন। এর সুবিধা হল হোমপেজে স্কাইপি এবং ফেসবুকের সকল আপডেট গুলো দেখা যায় এবং ফেইসবুকের সকল বন্ধুদের সাথে ফেইসবুক ওপেন না করেই চ্যাট করা যায়। স্কাইপিতে ইংলিশে চ্যাট করতে কোন সমস্যা না হলেও বাংলাতে চ্যাটিং এ সমস্যাতে পড়েন নাই এমন ব্যবহারকারী খুব কমই পাওয়া যাবে । সমস্যাটা হলো ”চ্যাটিং এর সময়ে বাংলা ফ্রন্ট চোখে দেখতে পেলেও, ভালো ভাবে বোঝা যায় না যে কি লিখা আছে”। তাই আমরা যদি স্কাইপির ফন্ট এর সাইজ এবং ফন্ট নাম পরিবর্তন করে দেই তাহলেই সমস্যা সমাধান । আসুন তাহলে দেখি স্কাইপিতে কিভাবে চ্যাটিং এর ফন্ট পরিবর্তন করবেন ।

১. প্রথমে আপনার স্কাইপি ওপেন করুন ।

২. এবার Tools এ ক্লিক করুন ।

৩. তারপর Option এ ক্লিক দিন । Option উইন্ডো ওপেন হবে ।

৪. এখানে বাম পাশে দেখুন অনেকগুলো ট্যাব আছে ।

৫. ট্যাবগুলোতে IM & SMS নামে একটা ট্যাব আছে এতে ক্লিক করুন ।

৬. এবার দেখুন তিনটা সাবট্যাব মেনু আসছে । তারপর IM appearance ট্যাব এ ক্লিক করুন ।

 

Skype Font

 

৭. এবার দেখুন Font : Change font একটা বাটন আসছে।

৮. Change font বাটনে ক্লিক করুন এবং আপনার পছন্দের ফন্ট এবং সাইজ সিলেক্ট করুন ।

৯. বাংলা ফন্ট সিলেক্ট করলে সাইজটা একটু বেশী করে দিন ।

১০. এবার ওকে দিন এবং সেভ দিয়ে বের হয়ে আসুন ।

এবার আপনার স্কাইপিতে কাউকে মেসেজ করুন এবং দেখুন ফন্ট অনেক সুন্দর দেখাচ্ছে ।

আজ এ পর্যন্তই । সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।

 

 

বিভাগঃ এম ব্লগ । এই পোষ্টটি ১৪০৬ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    3.233.221.90
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter