ফেইসবুকের সকল গ্রুফ ডিলিট করুন মাত্র এক ক্লিকে ( How To Leave All Facebook Groups At Once )
আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
আজ আমি আপনাদের একটা পদ্ধতি দেখাব যার মাধ্যমে আপনি বিরক্তিকর সকল ফেইসবুক গ্রুফ ডিলিট করতে পারবেন চোখের পলকেই ।
আমরা যারা ফেইসবুক ব্যবহার করি সবাই হয়তো ফেইসবুক গ্রুফ অটো এড হওয়ার ঝামেলায় কোন না কোন সময় পড়েছি । আবার অনেকে বসে বসে আমার মত একটা একটা গ্রুফ লিভ করার কাজে অনেক সময় নষ্ট করেছেন । আর সময় নষ্ট নয় এবার সব গ্রুফ ডিলিট হবে একসাথে । আসুন দেখি কিভাবে করব এই কাজ ।
এই কাজটি করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে গুগল ক্রোম ব্রাউজার ।
গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এই লিংক থেকে Facebook Groups Leave All At Once এই Extensions ক্রোম ব্রাউজারে ইন্সট্রল করুন । এবার আপনার ফেইসবুক একাউন্ট এ লগিন করুন এবং ব্রাউজারের ডান পাশে দেখুন একটা কালো আইকন আসছে । এটার উপর ক্লিক করুন তাহলে দেখবেন আপনার ফেইসবুকের উপর একটা নতুন উইন্ডাে আসছে যেখানে দুইটা বাটন আছে । নিচের ছবির মতঃ
Facebook Groups Leave All At Once
একটার মধ্যে লেখা অল গ্রুফ আর একটার মধ্যে লেখা কাস্টম গ্রুফ আপনার খুশি মত যেকোন একটায় ক্লিক দেন । লিভ অল গ্রুফ দিলে দেখবেন গ্রুফ ডিলিট হওয়া শুরু হয়ে গেছে । একটু অপেক্ষা করুন যখন গ্রুফ নাম্বার গণনা বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন সব ডিলিট হয়ে গেছে । এবার ব্রাউজারটি রিফ্রেশ দিন এবং গ্রুফ অপশনে গিয়ে দেখুন একটাও গ্রুফ নাই ।
এই কাজটা আপনি একটা একটা করে করলে কয়েক মাস লাগল হয়তো । আমার ফেইসবুক একাউন্টে ২০৬১ টা গ্রুফ জমা হয়েছিল সব ডিলিট করলাম মাত্র কয়েক সেকেন্ডে ।
আপনি আপনার ফেইসবুকের বিরক্তিকর গ্রুফগুলো ডিলিট করে বিভিন্ন রকম অশ্লীল ছবি বা অন্য কোন রকম ঝামেলা থেকে পেতে পারেন চিরমুক্তি ।
আর নিচের এই টিউটোরিয়াল ভিডিও টা একটু দেখেন বিষয়টি আরো পরিস্কার হয়ে যাবে ।
আমি এই পোষ্টটি আমার মত করে লিখেছি কারো কোন রকম বুঝতে সমস্যা হলে আমার ফেইসবুক পেইজে মেসেজ করতে পারেন ।
সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।