GOKANO থেকে ফ্রি তে নিয়ে নিন ৫০০ জিবি পোর্টেবল হার্ডডিস্ক সহ আকর্ষনীয় সব ইলেকট্রনিক গেজেট
 in <b>/home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/single-blog.php</b> on line <b>40</b><br />
http://www.mbd24.com/wp-content/uploads/blog/GOKANO-Product.jpg)
আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন ।
আজ আমি আপনাদের সাথে একটা ব্যতিক্রম ওয়েবসাইট এর পরিচয় করিয়ে দিব । আমরা বিভিন্ন ওয়েবসাইট যখন ব্রাউজ করি তখন ওয়েবসাইট এর মালিকরা বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করে আমাদের কোন লাভ হয় না । এমন যদি হয় কোন সাইট ব্রাউজ করলে আপনার ও ইনকাম হয় আবার ওয়েবসাইট মালিকেরও ইনকাম হয় তাহলে কেমন হয় । নিশ্চয় ভাল । চলুন তাহলে জানি এমনই একটা ওয়েবসাইট সম্পর্কে । এই ওয়েবসাইটটির নাম GOKANO । একটা বিদেশী ওয়েবসাইট কিন্তু সেটা বিশ্বের সব দেশকেই সাপোর্ট করে ।
অনেকেই হয়ত এই সাইটে সাইন আপ করেছেন এবং অনেকেই মনে করছেন সাইটটি মনে হয় ফেইক । বলে রাখি এটি পোলেন্ড ভিত্তিক একটি ট্রাস্টেড এলিট ওয়েব সাইট। আপনি এর অফিসিয়াল ফেসবুক পেইজ এ গিয়ে দেখতে পারেন কি পরিমান মানুষ এই সাইট টি ইউস করে এবং কত জন ফ্রি তে প্রোডাক্ট পাইসে তার স্ক্রিনশট দেওয়া আছে। তাই আপনাদের বলছি এই সাইটে নিশ্চিন্তে কাজ করতে পারেন আর প্রতিদিন ২ মিনিট সময় দিয়ে ফ্রি তে প্রোডাক্ট জিতে নিন। আর আমাদের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে এটি ওয়ার্ল্ড এর সব দেশ সাপোর্ট করে এবং শিপিং চার্জ ফ্রি।
আসুন তাহলে জানি কিভাবে GOKANO থেকে পণ্য ফ্রি তে আনা যায় ।
এই ওয়েবসাইট এ আপনাকে একটা একাউন্ট খুলতে হবে । একাউন্ট এ লগিন করে আপনাকে পয়েন্ট অর্জন করতে হবে । আপনার পণ্যগুলো আপনাকে তারা আপনার অর্জিত পয়েন্ট এর বিনিময়ে দেওয়া হবে । GOKANO ওয়েবসাইট এর ভাষায় এই পয়েন্টকে তারা GN বলে । মানে ১ পয়েন্ট হলো ১ GN ।
আপনাকে GN অর্জন করে পণ্য অর্ডার করতে হবে । তারপর তারা আপনার ঠিকানায় পণ্য পাঠিয়ে দিবে ।
আসুন তাহলে দেখি পুরো প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন ।
১. প্রথমে Create Account বাটনে ক্লিক করুন । এবার তাদের ওয়েবসাইট এর রেজিষ্ট্রেশন করার পেইজটি আসবে ।
✿ এখানে আপনাকে প্রথম নাম এবং শেষ নাম দিতে হবে । সাইন আপ করার সময় অবশ্যই আসল নাম ঠিকানা ব্যবহার করবেন, কারণ আপনার দেওয়া নাম ও ঠিকানায় আপনার অর্ডার কৃত প্রোড্রাক্ট পাঠানো হবে।
✿ আপনার পাসওয়ার্ড দিন ৩ ও ৪ এই দুই জায়গায় । এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে পরবর্তিতে লগিন করতে হবে ।
✿ এরপর ইমেইল এর ঘরে আপনার একটিভ একটি ইমেইল ঠিকানা দিন সেটায় একটা কনফার্মমেশন মেইল যাবে । একাউন্ট একটিভ করার জন্য ইমেইল ঠিকানাটি ওপেন করতে হবে ।
✿ ফোন নাম্বার এর ঘরে আপনার মোবাইল নাম্বার দিন ইন্টারন্যাশনাল ফরমেটে । এভাবে +৮৮০১৭১১ ……..
✿ জন্ম তারিখের ঘরে আপনার জন্ম তারিখ দিন । তারিখ মাস বছর এভাবে । যেমন ০১ ০৫ ১৯৯০
✿ জেন্ডার এর মধ্যে ঠিক দিন আপনি পুরুষ না মহিলা ।
✿ টি শার্ট সাইজ এর ঘরে আপনার পছন্দমত একটা টি শার্ট সাইজ দিন । কারণ আপনি গোল্ড গ্রাহক হলে তারা আপনাকে একটা টি শার্ট ফ্রি দিবে । তাই কোন সাইজের টি শার্ট আপনার গায়ে লাগবে এটার সাইজ জানতে চায় তারা ।
✿ জিপ কোড এর জায়গায় আপনার এলাকার পোস্টাল কোড দিন । এটা সঠিকভাবে দিবেন কারণ পণ্য আসলে হয়তো কুরিয়ারের লোকের এটা জেনে ঠিকানা খুঁজতে হবে ।
✿ দেশের ঘরে বাংলাদেশ হলে বাংলাদেশ দিন ।
✿ এবার আসুন একটু কঠিন কাজে । খুব কঠিন না ভয় পাবার কোন কারণ নাই আমি আছি না ।
ক্যাপটা পুরন করতে হবে । এটা একটু কঠিন সিস্টেমের ক্যাপচা । প্রথমে আপনি আমি রোবট নই বাটনে টিক দিন তাহলে সাথে সাথে একটা ছোট উইন্ডো ওপেন হবে যেখানে উপরে লেখা থাকবে নিচের কি কি ছবি গুলো আপনি সিলেক্ট করবেন ।
যেমন লেখা থাকতে পারে নিচের ছবিগুলোর মধ্যে কোন কোন ছবিতে গাড়ি দেখা যায় । তখন আপনি ছবিগুলো দেখে যে যে ছবিতে গাড়ি আছে আপনি সেগুলো ঠিক দিয়ে দিন । আর যদি ছবি বুঝতে সমস্যা হয় তাহলে ছবিগুলো নিচে দেখুন একটা রিলোড বাটন আছে এতে ক্লিক করে ছবি পরিবর্তন করে নিন যাতে সহজেই বুঝতে পারেন ।
✿ ঠিক দিয়ে ভেরিফাই দিন । ব্যস কাজ ওকে ।
✿ এবার সবকিছু ঠিক থাকলে রেজিষ্ট্রার নিউ একাউন্ট বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন । রেজিষ্ট্রেশন এর আর একটু ধাপ বাকি আছে ।
রেজিষ্ট্রার নিউ একাউন্ট বাটনে ক্লিক দেওয়ার পর আপনাকে আপনার ইমেইল চেক করতে বলবে ।
ইমেইলে একটা মেইল যাবে যেখানে একাউন্ট একটিভ করার একটা লিংক বাটন আছে । এই লিংক বাটনে ক্লিক করে একাউন্ট একটিভ করে নিন ।
Please, confirm your registration by clicking link
Click to activate:
Activate
আপনার মেইল এর ভিতর Activate বাটনে ক্লিক করুন ।
ব্যস আপনার একাউন্ট একটিভ হয়ে অটো লগিন হয়ে যাবে । এবার আপনার GN অর্ন করার পালা ।
কিভাবে পয়েন্ট GN কালেক্ট করবেন :
১. লগইন করুন এবং বামপাশে Collect daily points এ ক্লিক করুন। (আপনি ১ পয়েন্ট পাবেন)
২. এরপর Complete The missions এ ক্লিক করুন। (এখানে একটি ভোট দেওয়ার মাধ্যমে পাবেন আরো ১ পয়েন্ট)
৩. Invite Friends (একজন রেফার করলে পাবেন ১ পয়েন্ট)
৪. আপনি যদি ৩০ জন বন্ধুকে রেফার করতে পারেন তাহলে আপনি গোল্ড মেম্বার হবেন। গোল্ড মেম্বারের সুবিধা হল আপনি একটি ফ্রি টি শার্ট পাবেন এবং উপরের সব 1GN এর পরিবর্তে 2GN করে পাবেন । প্রতিদিন ৪GN পাবেন । এখন পয়েন্ট কালেক্ট করলেন, ভালো কথা। প্রাইজ সিলেক্ট করলেন আরো ভালো কথা। প্রাইজ পাবেন কখন? Gokano প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখে প্রাইজ Restock করে। ওইদিন যদি আপনি আপনার কালেক্ট করা পয়েন্ট অনুসারে প্রাইজ সিলেক্ট করেন, তাইলে আপনার ঘরের ঠিকানায় গিফট পৌঁছে যাবে ।
30 GN কালেক্ট করতে হলে আপনাকে ১৫ দিন লগইন করে পয়েন্ট কালেক্ট করতে হবে। এভাবে যখন আপনার পয়েন্ট 30 GN হবে তখন আপনি Kingston DataTraveler 100 G3 16GB USB 3.0 অর্ডার করতে পারবেন । এছাড়া আপনি অন্যান্য Product পয়েন্ট জমিয়ে কিনে নিতে পারবেন।
তাহলে আর দেরি না করে লেগে পড়েন পয়েন্ট কালেক্ট করার কাজে। আর নিয়ে নিন আকর্ষনীয় সব গিফটগুলো ।
আজ এ পর্যন্তই । সবাই ভাল থাকবেন ।