আজ শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ ইং  , ৫ মাঘ ১৪৩১ বঃ , ৩ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

ফেসবুকে পেনডিং রিকুয়েষ্টগুলো দেখুন এবং ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক হওয়ার হাত থেকে বাঁচুন !!

আমরা ফেসবুকে কম বেশি সবাই নতুন নতুন বন্ধু বানানোর জন্য ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়ে থাকি। আমাদের পাঠানো রিকুয়েস্টগুলো কে কে রিসিভ করেনি তা আমরা এমনিতে দেখতে পারিনা ।  এক সাথে অনেক পেনডিং রিকুয়েস্ট এর ফলে অনেকের ফেসবুকের ফ্রেন্ড রিকুয়েস্ট সাময়িকভাবে ব্লক হয়ে যায়। এই পদ্ধতির মাধ্যমে আপনি আপনার পেনডিং ফ্রেন্ড রিকুয়েস্ট গুলোর লিস্ট দেখতে পারবেন এবং প্রয়োজনে পেনডিং রিকুয়েস্ট Cancel করতে পারবেন । আসুন তাহলে দেখে নেই এটি কিভাবে করবেন ।

১. প্রথমে আপনার পিসি অথবা মোবাইল থেকে m.facebook.com এ যান ।

২. সাইন ইন করুন আপনার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ।

৩. উপরের মেনু থেকে Friends বাটনে ক্লিক করুন ।

৪. এবার আপনি Friends Requests এর আন্ডারে See Sent Friends Requests বাটনে ক্লিক করুন ।

৫. আপনি যাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলেন দেখুন তাদের একটা তালিকা দেখাবে ।

৬. আপনার পছন্দ অনুযায়ী যাদের খুশি ফ্রেন্ড রিকুয়েস্ট Cancel করে দিন ।

 

আবার এই পদ্ধতিতেও যেতে পারেন ।

প্রথমে ফেইসবুকে লগিন করুন এবং আপনার প্রোফাইল এ যান এবার ফ্রেন্ডস এ ক্লিক করুন । এবার ফাইন্ড ফ্রেন্ডেএ যান । এবার ভিউ সেন্ড রিকুয়েষ্ট এবং আপনার পাঠানো রিকুয়েষ্ট গুলো দেখতে পাবেন । আপনার পছন্দ অনুযায়ী যাদের খুশি ফ্রেন্ড রিকুয়েস্ট Cancel করে দিন
 
Facebook Sent Friends Request

 

মনে রাখবেন ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক হওয়ার হাত থেকে বাঁচতে হলে আপনাকে পেনডিং রিকুয়েস্ট কম রাখতে হবে । কারন আপনার পেনডিং রিকুয়েস্ট বেশি হলে এবং আরো যদি পাঠাতে থাকেন তখনই আপনাকে ফেইসবুক কর্তৃপক্ষ ব্লক করে দিবে । সুতরাং বেশী খেতে যাবেন না তাহলে মুখ পুড়ে যাবে ।

সবাই ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।

 

 

বিভাগঃ এম ব্লগ । এই পোষ্টটি ২৫৭৭ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.97.14.82
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter