আজ শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ ইং  , ৫ বৈশাখ ১৪৩২ বঃ , ২৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

Google Play Store থেকে Apps ডাউনলোড করার সবচেয়ে সহজ পদ্ধতিতে

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন । আমিও আল্লাহ রহমতে ভালই আছি । আপনাদের যাদের মোবাইলে ইন্টারনেট আছে তারা হয়তো Play Store থেকে সরাসরি এপসগুলো ইন্সট্রল দিতে পারেন । কিন্তু যাদের মোবাইলে ইন্টারনেট নেই তারা হয়তো কারো কম্পিউটার থেকে এপস ডাউনলোড করে ডাটা ক্যাবল এর মাধ্যমে মোবাইল এ নিয়ে ইন্সট্রল করেন। আমার আজকের পোষ্ট তাদের জন্য যাদের ইন্টারনেট নেই মোবাইলে বা মোবাইলে হিসেব করে ইন্টারনেট চালান । আমি আপনাদের দেখাব কম্পিউটার এ Google Play Store থেকে ফ্রি  Apps গুলো Download করার জন্য সবচেয়ে সহজ উপায় । এতদিন Google Play থেকে Apps ডাইনলোড করেছেন Extension ডাউনলোড করে সেটি ব্রাউজারে এড করে । কিন্তু আজ আপনাদের দেখাব কীভাবে এক ক্লিকের মাধ্যমে Google Play Store থেকে ফ্রি  App গুলো Download করতে পারবেন । প্রথমে Google Play Store যান । তার পর যেটি ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করুন । এবার আপনার এড্রেসবারে যে এড্রেসটা আসছে সেটা কপি করুন ।

এবার এই সাইটে যান

এবার পেষ্ট ইউআরএল এ পেষ্ট করুন । এবার Generate Download Link বাটনে ক্লিক করুন ।
এবার সবুজ Click here to download ‘Packagename’ now বাটনে ক্লিক করুন তাহলেই ডাউনলোড শুরু হবে ।

অথবা এই সাইটেও যেতে পারেন । তারপর ইউআরএল এর ঘরে প্লে স্টোর এর এপস এড্রেসটি পেস্ট করুন এবং Go বাটনে ক্লিক করুন দেখবেন ডাউনলোড করার বাটন সহ নতুন পেইজ আসবে । ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন ।

অথবা আপনি চাইলে সরাসরি ও ডাউনলোড পেইজ এ রিডাইরেক্ট হতে পারবেন নিচের নিয়ম অনুযায়ী ।

প্রথমে আপনার এপসটিকে খুজেঁ বের করুন এবার এপসটির এড্রেসবারে গিয়ে এড্রেসটি একটু পরিবর্তন করে এন্টার দিন দেখবেন সরাসরি ডাউনলোড বাটন পেয়ে যাবেন ।

https://play.google.com/store/apps/details?id=com.zentertain.photoeditor
উপরের এই এড্রেসটি হবে নিচের এটির মত । শুধু play.google এই লেখাটা কেটে এই apk-dl লেখাটা বসিয়ে দিন । ব্যস হয়ে গেল ।
যেমনঃ
https://apk-dl.com/store/apps/details?id=com.zentertain.photoeditor

বি:দ্র: পেইড এপস ডাউনলোড দিতে পারবেন না ।

বিভাগঃ এম ব্লগ । এই পোষ্টটি ৪৭৫০ বার পড়া হয়েছে
কোন মন্তব্য নেই

আপনার মন্তব্য লিখুন

এই পোষ্টে মন্তব্য করতে অবশ্যই » লগইন করতে হবে ।
  • নামাজের সময়সূচী

    মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
    ওয়াক্ত শুরু জামাত
    ফজর ০৪.৪২ ০৫.১৫
    জোহর ১১.৪৪ ০১.১৫
    আসর ০৩.৫৩ ০৪.৩০
    মাগরিব ০৫.৩০ ০৫.৩৫
    এশা ০৬.৪৫ ০৭.১৫
    সূর্যোদয় : ০৫.৫৭ মিঃ
    সূর্যাস্ত : ০৫.২৯ মিঃ
  • Ads

  • অন্যান্য পাতাসমুহ



    Add Address

  • ভিজিটর তথ্য

    আপনার আইপি
    18.97.14.82
    আপনার অপারেটিং সিস্টেম
    Unknown
    আপনার ব্রাউজার
    " অপরিচিত "
  • ভিজিটর কাউন্টার


    free hit counter