ডিলিট করে দিন আপনার ফেসবুক একাউন্ট আজীবনের জন্য

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন ।
আজ আমি আপনাদের সাথে ছোট একটা সমস্যা নিয়ে আলোচনা করব । বিষয় ছোট হলেও অনেকের কাছে এটা খুবই গুরুত্ত্বপূর্ণ । আপনারা যারা ফেইসবুক একাউন্ট ব্যবহার করেন তারা অনেক সময় এমন কিছু সমস্যার সম্মুখিন হন যার কারনে আপনার ফেইসবুক একাউন্টটি একবারে বন্ধ করে দিতে চান । কিন্তু অনেকেই হয়তো বন্ধ করার নিয়মটা জানেন না । যারা ফেইসবুক একাউন্ট আজীবনের জন্য বন্ধ করে দিতে চান তাদের জন্য আজকের এই পোষ্ট । চলুন তাহলে দেখি কিভাবে ডিলিট করবেন আপনার ফেইসবুক একাউন্ট ।
১. আপনি যদি চান আপনার ফেইসবুক একাউন্ট এর তথ্য সমুহ আপনার পিসিতে সংরক্ষন করে তারপর ডিলিট করবেন । প্রথমে আপনি ফেইসবুক একাউন্ট এ প্রবেশ করুন । তারপর Settings => Account Settings => General ট্যাব এ যান । নিচের দিকে দেখুন Download a copy এর লিংক আছে । এতে ক্লিক করে পাসওয়ার্ড চাইলে দিয়ে ডাউনলোড করে নিন ।
২. আর আপনি যদি চান একাউন্টটি একবারে ডিলিট না করে কিছু দিনের জন্য ডিএকটিভ করে রাখবেন । তাও করতে পারেন । ডিএকটিভ করতে Settings => Account Settings => Security ট্যাব এ যান । নিচের দিকে দেখুন Deactivate your account এর লিংক আছে । এতে ক্লিক করে পাসওয়ার্ড চাইলে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক দিন । আপনি এই একাউন্টে পরবর্তী সময় আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলেই একটিভ হয়ে যাবে । ডিএকটিভ রাখতে একাউন্টে প্রবেশ করা থেকে বিরত থাকুন ।
৩. এবার আসুন দেখি আজীবনের জন্য একাউন্ট ডিলিট করতে কি করব । প্রথমে এই লিংকে ক্লিক করুন । যে একাউন্ট ডিলিট করতে চান সেই একাউন্ট এর আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন । আর প্রবেশ করা থাকলে তো আর লাগবে না । নিচের ছবি দেখুন এমন একটা পেইজ আসবে ।
এখানে আপনি Delete My Account বাটনে ক্লিক করুন । দেখুন নিচের ছবির মত একটা উইন্ডো ওপেন হবে ।
এবার আপনি আপনার ফেইসবুক এর পাসওয়ার্ড দিন এবং নিচের ক্যাপচাটা পুরণ করে ওকে বাটনে ক্লিক করুন । আপনার একাউন্ট সম্পূর্ণভাবে ডিলিট হবে ১৪ দিন পর । এই কাজগুলো করার পর থেকে পরবর্তী ১৪ দিন আপনি আপনার একাউন্টে প্রবেশ করবেন না । যদি প্রবেশ করেন তাহলে আবার উপরের কাজগুলো পূনরায় করতে হবে এবং আবারও ১৪ দিন অপেক্ষা করতে হবে । ফেইসবুক কর্তৃপক্ষ আপনাকে ১৪ দিন সময় দেয় এই জন্য যে যদি আপনি ফিরে আসতে চান তাহলে যাতে ফিরে আসতে পারেন । ১৪ দিন পর আপনি আর চাইলেও ঐ একাউন্টে প্রবেশ করতে পারবেন না ।
সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন । আল্লাহ হাফেজ ।