আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ/পেন ড্রাইভ এর আইকন পরিবর্তন করুন নিমিষেই
আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন । আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি । আজকে আমি দেখাব কিভাবে আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ/পেন ড্রাইভ এর আইকন পরিবর্তন করতে হয়। এর জন্য প্রথমে আপনি যে ছবি দিতে চান সেইটি icon(*.ico) ফরম্যাট এর হতে হবে। আইকন ফরমেট করার জন্য আপনি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারেন । অথবা আইকন সরাসরি বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন । আর যদি চান আপনার পছন্দের একটি ছবি আইকো ফরমেট করবেন তাহলে আপনি এই সাইটে যেতে পারেন । ইন্টারনেট ব্যবহারকারিরা খুব সহজে আপনার পছন্দের Picture টা সরাসরি .ico এ convert করতে পারবেন। Recommanded Picture Size 32*32 pixel. But এর চেয়ে বড় হলেও প্রবলেম নাই। এজন্য http://converticon.com/ এ গিয়ে আপনার ইমেজ টি কনভার্ট করুন। এখান থেকে আপনার ছবিটি সিলেক্ট করে আইকো ফরমেটে একটা নাম দিয়ে সেভ করুন । এবার আপনার আইকন বানানো শেষ । এবার আসুন বাকি কাজ দেখি ।
আপনি যে ড্রাইভ এর আইকন পরিবর্তন করতে চান সেই ড্রাইভ যান । এবার আইকনটি ড্রাইভ এর খালি জায়গায় রাখুন এবং একটা notepad ফাইল ওপেন করুন । এবার নিচের এই কোডটি লিখুন ।
[AUTORUN]
Icon=mbd24.ico
এখানে mbd24.ico এর জায়গায় আপনার আইকো ইমেজটার নাম দিবেন সেটা আপনি এখানে রেখেছেন। এই নামটি এবং আইকনটির নাম একই হতে হবে । এবার এই ফাইলটি সেভ করুন autorun.inf নামে আইকন এর পাশে । এবার আপনার কাজ শেষ । আপনি যদি পেনড্রাইভে করে থাকেন তাহলে পেনড্রাইভটি বের করে আবার পিসিতে সংযুক্ত করুন এবং দেখুন আপনার পেনড্রাইভ এর আইকন পরিবর্তন হয়ে গেছে । আর যদি পিসির ড্রাইভের আইকন পরিবর্তন করেন তাহলে এটা দেখতে আপনার পিসিকে রিষ্টার্ট করুন । এবার দেখুন আপনি যে যে ড্রাইভের আইকন পরিবর্তন করেছেন তা পরিবর্তন হয়েছে ।
এটা আমি উনন্ডোজ এইট এ পরিক্ষা করে পোষ্ট করেছি । কারো কোন জায়গায় বুঝতে কোন সমস্যা হলে আমাকে ফেইসবুকে জানাতে পারেন । আমার ফেইসবুক