বন্ধুর পিসির পাসওয়ার্ড পালটে দিন তার দেয়া পাসওয়ার্ড না জেনেই

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন । আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভাল আছি । আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি অন্য কারো কম্পিউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন । কারো কম্পিউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে অবশ্যই তার আগে দেয়া পাসওয়ার্ডটা দরকার হয় । কিন্তু এখানে আমরা দেখব কিভাবে তার আগের দেয়া পাসওয়ার্ড না জেনেই তার পাসওয়ার্ড পরিবর্তন করবেন । আসুন আমরা ধাপে ধাপে কাজগুলো দেখি ।
১. প্রথমে Run ( Run ওপেন করতে উন্ডোজ কী + আর চাপুন ) এ গিয়ে type করুন lusrmgr.msc । এবার এন্টার দিন।
২. নতুন একটি উইন্ডো পাবেন ওখান থেকে User এ ডাবল ক্লিক করুন।
৩. ঐ পিসিতে থাকা একাউন্ট গুলো দেখতে পাবেন ।
৪. তারপর যে একাউন্টের পাসওয়ার্ড পাল্টাবেন সেটার উপর মাউস এর Right বাটনে Click করুন । এবার Set Password Select করুন।
৫. এবার আপনাকে একটা সতর্ক বার্তা দেওয়া হবে। এখানে আপনি Proceed এ Click করুন।
৬. এবার আপনার পাসওয়ার্ড রিসেট করার উইন্ডো আসবে । এবার নিউ পাসওয়ার্ড এর ঘরে আপনার নতুন পাসওয়ার্ড দিন । কনফার্ম পাসওয়ার্ড এর ঘরে আবার একই পাসওয়ার্ড টাইপ করুন ।
এবার ওকে দিন । সাকসেস ম্যাসেজ আসলে ওকে করে বেরিয়ে আসুন । ব্যাস আপনার কাজ শেষ।
এবার চুপচাপ বাসায় চলে যান আর মজা নিন।
ভুলেও এটা আপনার বন্ধু কে শেখাবেন না কারন আপনিও বিপদে পড়তে পারেন । আর আপনার আগে যদি আপনার বন্ধু এই টিপস টা পড়ে ফেলে উল্টা আপনারে বাশ দেয় তাহলে আমি দায়ী না।
বিঃদ্রঃ দয়া করে কারো ক্ষতি করবেন না । আর অবশ্যই মজা করার পর বন্ধুকে নতুন পাসওয়ার্ড বলে দিন না হয় ওনার পেরেশানি বেড়ে যাবে ।