ক্লাস রুমে শিক্ষক
পাপ্পুকে বললেন
ইংরেজিতে 0 থেকে 10
পর্যন্ত গুনতে…
পাপ্পুঃ “0, 1, 2, 3, 4, 6, 7,
8, 9, 10”
শিক্ষকঃ “5 কোথায়
গেলো??”
পাপ্পুঃ “মারা গেছে স্যার”
শিক্ষকঃ “কিভাবে?”
পাপ্পুঃ “গতকালকে ইংরেজি খবরে শুনলাম
যে-
5 died in a car accident..!!
অনেক মোটা একটা লোক সাইকেল
চালাচ্ছিল…
আর ফুর্তিতে গান গাচ্ছিলো…
“দেখা হে পেহলি বার, সাজন কি আখোঁ মে পেয়ার”
এক ছোট বাচ্চা দেখে হাসতে লাগলো।
রেগে গিয়ে মোটা লোকটা বললঃ “কি হয়েছে”?
.
.
.
.
বাচ্চা তখন বললঃ “দেখা হে পেহলি বার,
সাইকেল মে হাতি সওয়ার’
ডাক্তার সাহেব, জলদি আসুন,
আমার স্ত্রী হাঁ করে ঘুমাচ্ছিল,
তার মুখ দিয়ে একটা ইঁদুর ঢুকে গেছে।
– আপনি ওনার মুখে এক টুকরো
কেক নাড়তে থাকুন আমি আসছি।
– ডাক্তার এসে দেখে লোকটি
কেক না নেড়ে মাছের কাঁটা নাড়ছে।
– ও কী করলেন,
আপনাকে না কেক নাড়তে বললাম ?
– দাঁড়ান দাঁড়ান,
আগে তো বিড়ালটা বের করি।
দাঁত জিহবা কে বলছেঃ
আমি যদি তোরে একটা চাপ
দেই তাইলেই ত তুই দুই
টুকরা হইয়া যাবি!!
জিহবার উত্তরঃ
\
/
\
/
\
\
/
আমি যদি একটা উল্টাপাল্টা কথা বলাই
তাইলে কিন্তু
তোদের ৩২ টার একটাও জায়গা মত
থাকবেনা !!!
কেমন করে লড়াই করে
চলব পথ আগামীতে,
অস্তিত্বহীন জীবন নিয়ে
কেমন করে থাকব বেঁচে?
মনবলটা দৃঢ় করে
সত্যকে বুকে রেখে
মিথ্যেকে কর বলিদান,
আগামীর পথে আসবেই বাঁধা
হোক সে পাহাড় সমান।
প্রতিটি রক্তকণিকার হোক বিসর্জন
তবুও সত্যের পথে হব না পিছুটান,
বর্তমানে নাই বা পেলাম
মরণের পর থাক না কিছু
আমার পিছু সেই ভাবনায়।