আমায় নিয়ে আর কত কাল
খেলবি লীলাখেলা
চোখের জলে আসলাম ভবে
দিতে সুখের মালা।
কাদছি যখন হয়েছে পাগল
বুকে জড়িয়ে করেছে আদর
খেয়ে, না খেয়ে রাত্রি দুপুর
সকাল কিংবা সাঁজে।
হাসি মাখা মুখটি দেখে
মিটিয়েছে ক্ষুধার জ্বালা,
আমায় নিয়ে আর কত কাল
খেলবি লীলাখেলা।
আর পারি না সইতে আমি
ভবের আজব খেলা
কেন পারি না ফিরিয়ে দিতে
সেইদিনের সেই নিঃষ্পাপ হাসির মায়া।
না খেয়ে যে করছে আদর
শীতের রাতে গা ভিজিয়ে
রেখেছে বুকে তুলে
আমায় নিয়ে আর কত….বিস্তারিত পড়ুন
সময়ের জন্ম ঠিক কবে? এই প্রশ্নের উত্তর বোধকরি কারোই জানা নেই। তবে সৃষ্টির আদি থেকেই মানুষ যে সময়ের সঙ্গে বন্ধুত্ব করেই এগিয়ে নিয়েছে তার সভ্যতা আর ইতিহাস একথা নিঃসন্দেহে বলা যায়। আর সময়ের হাত ধরে মানুষের এই এগিয়ে যাওয়ার সঙ্গী হতেই কালে কালে নানা বিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে সময় দেখার যন্ত্র তথা ঘড়ি। একটা সময় ছিল, যখন সূর্যের অবস্থান….বিস্তারিত পড়ুন