Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
ঈদ এসেছে ঘরে ঘরে
খুশির আয়োজন,
ঈদের খুশী বিলিয়ে দেয়া
সবার প্রয়োজন।
খোকা-খুকির মুখে হাসি
কারণ খুশির ঈদ
নিশি জেগে হর্ষে মেতে
হারিয়েছে নিদ।
খোকা-খুকি দল বেঁধে তাই
দেখছে ঈদের চাঁদ
তাদের মনে খুশির জোয়ার
যেন আনন্দেরই নদ।
সবার মুখে নব পুলকে
নব খুশির রব,
এক সাথে সবাই পালন করবে
ঈদেরই উৎসব।
মুসলিম উম্মাহ্র মাঝে
ঈদের খুশী ভাই,
তাইতো সবাই খুশী মনে
ঈদ করতে যাই।
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
বৃথাই জনম কাটিয়ে দিলাম
হেলায় হারিয়ে সময়,
ভক্তি করে জীবনে প্রভু
ডাকতে পারিনি তোমায়।
ভোগ-বিলাসে কাটিয়েছি জীবন
নিজের ইচ্ছা মত,
দিনে দিনে পাপের বোঝা
ভারি করেছি কত?
মুসলিম ঘরে জন্ম নিয়েও
হ’তে পারিনি মুসলমান,
নভেল-নাটক পড়েছি কত
পড়তে পারিনি পাক কুরআন।
সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে
সাজিয়েছি রঙমহল,
পাপ করেছি লভিছি অভিশাপ
করতে পারিনি নেক আমল।
তুমি বিনে কোন উপাস্য নাই
ইহকাল-পরকালে
মুক্তি পেতে পারি হাশরে
তুমি তরিয়ে নিলে।
তোমার রাসূলের তরীকায় চালাও
সব ভেদাভেদ ভুলে।
তোমার কাছে মোর এ ফরিয়াদ,
রোজ হাশরে….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
ওগো মুসলিম ভাই!
একটি বার ভেবে দেখ
কোথায় ছিলে কোথায় এলে,
কোথায় তোমার ঠাঁই?
আল্লাহর হুকুম মানতে হবে,
এটাই তোমার ওয়াদা,
কিসের নেশায় মত্ত হয়ে
ভুললে তাঁরে সদা।
আল্লাহর তুমি সেরা সৃষ্টি
সেরা মাখলূকাত,
তোমার কাজের হিসাব হবে
রোজ হাশরের মাঠ।
যতই তুমি বড়াই কর
কর দম্ভ আজ,
ফিরতে তোমায় হবে একদিন
আল্লাহ তা‘আলার কাছ।
অন্যায় যদি কর তুমি
হও নাফরমান,
তোমার কোন নেইকো ক্ষমা
নেইকো পরিত্রাণ।
আল্লাহর হুকুম মানলে সবে
মানলে তাঁর বিধান
আল্লাহর ক্ষমা পাইবে তুমি
মিলবে অশেষ সম্মান।
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
আমার মাঝে আমি আছি
এটাই আমার আত্মবল,
সঙ্গী আমার ভবের মাঝের
আমার যত কর্মফল।
সৃষ্টি যাহা ধ্বংস তাহা
ক্ষণস্থায়ী এ দুনিয়া,
দেখি জানি মানছি না তা
এমন কথা শুনিয়া।
সৃষ্টি যাঁহার আহার তাঁহার
তাঁহার প্রেমে কেন নেই এ মন,
আমার আমার আমি যে কার
ভাবিনি তা একটু ক্ষণ।
অহংকার তোমার কিসের দম্ভ
কিসের বাহাদুরী
মিত্যুর কাছে সবাই পরাজিত
কেউ আসেনি ফিরি।
কু-কর্মের ফল কত ভয়াবহ
মরলে তা টের পাবে,
একটি নেকী লক্ষ টাকায়
কিনতে নাহি পাবে।
থাকতে সময় সঠিকভাবে
ছালাত-ছিয়াম….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
ঈদের হাসি ঝিলিক দেয়
বাঁকা চাঁদের গায়
ঈদের ছালাত আদায় করতে
চলো ঈদগাহেতে যাই।
আতর গোলাপ সুগন্ধি
সবাই মাখামাখি
দুঃখ-বিভেদ ভুলে গিয়ে
প্রাণ খুলে সব হাসি।
এক জামা‘আতে ছালাত পড়ি
কাঁধে কাঁধ মিলে
অতীতের হিংসা বিভেদ
সবই যাই ভুলে।
কুরবানী থেকে শিক্ষা নিই
ত্যাগ-তিতিক্ষার তরে
অনাথ যারা তাদের নিব
অতি আপন করে।
ঈদ মানে হাসি-খুশি
নয় রেশা-রেশি
থাকে যদি সবার মাঝে
ভাল বাসা বাসি।
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
ছিঁড়ে ফেল তোর লটকানো তাবীয
ভুলে যা তোর খাজার নাম,
নতুন করে সাজা জীবন
কণ্ঠে তোল তোর রবের গান।
মসজিদ ছেঁড়ে মাযার ঘরে
ধরিস না তুই যিকিরটা,
থাকতে সময় করিস না ভুল
পোঁড়াস না তোর কপালটা।
কেমন যিকির করিসরে তুই
পীরের মাযার চরণে,
বেহুঁশ হয়ে থাকিস পড়ে
হুঁশ থাকে না পরাণের।
নারী-পুরুষ একই সাথে
ডাকছিস কেমন আল্লাহু,
আমীর হয়ে সামনে খাজা
পানির পাত্র মারছে ফুঁ…।
কেউবা নিচ্ছে কচ্ছপের জল
কেউবা পীরের চরণ ধূলা,
কেউবা গর্ভে চাচ্ছে মানিক
সুখ-আনন্দের….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
হঠাৎ করে আসবে ওরে এরই নাম মরণ
এই কথাটি সারা জীবন রাখি যেন স্মরণ।
রাস্তা-ঘাটে ট্রেনে-যানে মরণ হ’তে পারে
সর্বদা তাই চলতে হবে প্রভুর নাম স্মরে।
প্রভুর আদেশ মানতে হবে
নবীর বাণী জানতে হবে
আদেশগুলো মেনে নিয়ে
নিষেধগুলো ফেলে দিয়ে
চালাই যদি জীবন
তাহ’লেই হ’তে পারে শান্তিদায়ক মরণ।
ঈমান নিয়ে হ’লে মরণ
জান্নাতে হবে তার আসন,
মালাকুল মউত আসবে যখন
করবে না সে কোন টেলিফোন
প্রতি মুহূর্তকে তাই স্মরণচিঠি ভাবি
প্রভুর গোলাম হ’তেই হবে….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52
আমি কবর দিনে-রাতে
ডাকি সকাল-সাঝে
এসো হে আল্লাহর বান্দা
এসো আমার মাঝে।
আমি তোমার বন্ধু হব
আমল পেলে ভালো
এই যে আধার কবর আমি
হয়ে যাব আলো।
আল্লাহ পাক রাখবে তোমায়
সেরা এসি রুমে
জান্নাতেরই ফুল বাগিচায়
থাকবে গভীর ঘুমে।
কিন্তু যদি ঈমান-আমল
না পাই আমি তোমার
ভয়ংকর এক রূপ যে সেদিন
দেখবে তুমি আমার।
সাপ-বিচ্ছুদের সঙ্গে নিয়ে
সঙ্গী তোমার হব
আমাবশ্যার রাতের চেয়ে
আধার হয়ে রব।
এখন তুমি ভেবে দেখ
কোনটা পেতে চাও
থাকতে সময় আমল কিছু
জোগাড় করে নাও।
দুনিয়ার ঐ….বিস্তারিত পড়ুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52

এটি খেলার জন্য মাউস ব্যবহার করুন
Warning: Use of undefined constant feature_image - assumed 'feature_image' (this will throw an Error in a future version of PHP) in /home/mbdcom/domains/mbd24.com/public_html/wp-content/themes/mbd24/index.php on line 52

বাতাসা
উপকরণ: চিনি ২ কাপ, পানি এক কাপের চার ভাগের এক ভাগ, খাওয়ার সোডা এক চিমটি।
প্রণালী: চিনি ও পানি জ্বাল দিয়ে যখন ঘন হয়ে আসবে, তখন অনবরত নাড়তে হবে। যখন ফুসফুসে হয়ে আসবে, তখন হাইড্রোজ ও এক চিমটি খাওয়ার সোডা দিয়ে তাড়াতাড়ি তেল মাখানো পাটির ওপর বাতাসার মতো ছোট ছোট করে দিতে হবে। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।
মুরালি
উপকরণ: ময়দা, গুড়, তেল।….বিস্তারিত পড়ুন